নিউজ পোল বাংলা: আলিপুরদুয়ারের (Alipurduar) ভারত-ভুটান সীমান্তের জয়গাঁতে (Jaigaon) এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। দীর্ঘ দু বছর আগে কবর দেওয়া এক তরুণের দেহ মাটি খুঁড়ে তোলা হল আদালতের নির্দেশে। অভিযোগ, ওই তরুণ আত্মহত্যা করেননি, বরং তাঁকে খুন করা হয়েছে। তবে পুলিশ সেই সময় কোনও তদন্ত করেনি বলে অভিযোগ ছিল পরিবারের তরফ থেকে।
আরও পড়ুন:Tender Scam: হবিবপুর টেন্ডার দুর্নীতি তদন্তে প্রশাসন
সূত্রের খবর, ২০২৩ সালের জানুয়ারি (January) মাসে ভুটানে (Bhutan) কাজ করতে গিয়েছিলেন জয়গাঁর (Jaigaon) গুয়াবাড়ি এলাকার বাসিন্দা ২১ বছরের যুবক আসমাদ আলি (Asmad Ali)। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কিন্তু ২৫ এপ্রিল তাঁর পরিবারের কাছে খবর আসে, গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা (Suicide) করেছেন। পরদিন তাঁর মৃতদেহ জয়গাঁতে নিয়ে আসা হলেও, জয়গাঁ থানা (Jaigaon Police Station) দেহ গ্রহণ করতে অস্বীকার করে এবং কোনও তদন্তও করা হয়নি। এরপর পরিবার বাধ্য হয়ে গুয়াবাড়ি এলাকায় তাঁর দেহ কবর দিয়ে দেয়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
তবে মৃত যুবকের মা, আছিরন বিবি (Achiron Bibi) প্রথম থেকেই দাবি করে আসছিলেন যে তাঁর ছেলে আত্মহত্যা করতে পারে না, তাঁকে খুন (Murder) করা হয়েছে। তিনি পুলিশের বিভিন্ন দপ্তরে তদন্তের দাবি জানালেও কোথাও তাঁর কথা গুরুত্ব পায়নি। শেষপর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের (Jalpaiguri Circuit Bench) দ্বারস্থ হন।
বিচারপতি অরিন্দম মজুমদার (Justice Arindam Majumder) সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে শোনার পর পুনরায় তদন্তের নির্দেশ দেন। এরপর পুলিশ নতুন করে তদন্ত শুরু করে। মামলার নথি আলিপুরদুয়ারের সিজেএম আদালতে (CJM Court Alipurduar) পৌঁছালে, বিচারক নির্দেশ দেন কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্ত (Post- Mortem) করতে হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই নির্দেশ অনুসারে মঙ্গলবার সকালে জয়গাঁ (Jaigaon) থানার পুলিশ ম্যাজিস্ট্রেটের (Magistrate) উপস্থিতিতে কবর খোঁড়ে। সেই সময় নিহতের পরিবার ছাড়াও বহু স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে উপস্থিত হন। বিশাল পুলিশ বাহিনী ওই এলাকা ঘিরে রাখে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় দেহ প্রায় অবশিষ্ট ছিল না, তবে কঙ্কাল উদ্ধার করা হয়েছে, যা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতের মা আছিরন বিবি বলেন, “আদালতের উপর আমাদের ভরসা আছে। আমি ন্যায়বিচার (Justice) পাব বলে আশাবাদী।”