নিউজ পোল বাংলা: অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার ন’মাস পর, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযাত্রী নভশ্চর বুচ উইলমোর (Buch Wilmore)। ইতিমধ্যেই তাঁরা রওনা দিয়ে দিয়েছেন। পৃথিবীর মাটিতে পা দেওয়া শুধুই সময়ের অপেক্ষা। তাঁদের ফেরার প্রহর গুনছে গোটা বিশ্ববাসী। এই আবহেই সামনে এসেছে একটি চিঠি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে একটি চিঠি লিখেছেন।
১ মার্চ লেখা একটি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আজ এক্স-এ শেয়ার করেছেন। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। সুনীতা যিনি গত বছরের ৫ জুন অরবিটাল ল্যাবে উড়ে গিয়েছিলেন। সুনীতা উইলিয়ামস এবং তার সহকর্মী বুচ উইলমোরকে ১৭ ঘন্টার ধরে দেশে ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে আনডক করার কয়েক ঘন্টা পরে চিঠিটি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন যে চলতি মাসে দিল্লিতে প্রাক্তন নাসার মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে একটি বৈঠকে তাঁদের কথোপকথনে সুনীতা-বুচের নাম উঠে এসেছিল। নমো চিঠিতে লিখেছেন, “আমরা আলোচনা করেছি যে আমরা আপনার এবং আপনার কাজের জন্য কতটা গর্বিত। এই আলাপচারিতার পর, আমি আপনাকে চিঠি লেখা থেকে নিজেকে বিরত রাখতে পারিনি। ১৪০ কোটি ভারতীয় সর্বদা আপনার কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত। সাম্প্রতিক ঘটনাবলী আবারও আপনার অনুপ্রেরণামূলক দৃঢ়তা এবং অধ্যবসায় প্রদর্শন করেছে।” মোদী আরও লিখেছেন, “মা, বনি পান্ডিয়া, অবশ্যই অধীর আগ্রহে মেয়ের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন। আমি নিশ্চিত যে প্রয়াত দীপকভাইয়ের আশীর্বাদও আপনার সঙ্গে আছে।” চিঠিতে প্রধানমন্ত্রী মোদী সুনীতার বাবা দীপক পান্ডিয়ার কথা উল্লেখ করেছেন যিনি তাঁর নিজ রাজ্য গুজরাটের বাসিন্দা ছিলেন এবং ২০২০ সালে প্রয়াত হন।
আরও পড়ুনঃ SpaceX Dragon: আইএসএস থেকে দীর্ঘ যাত্রা শুরু সুনীতা ও বুচের
চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় সুনীতার সঙ্গে তাঁর সাক্ষাৎ-এর কথাও স্মরণ করেছেন। ৫৯ বছর বয়সী এই মহাকাশচারীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “যদিও তুমি হাজার হাজার মাইল দূরে আছো, তবুও তুমি আমাদের হৃদয়ের খুব কাছে রয়েছো। ভারতের জনগণ তোমার সুস্বাস্থ্য এবং তোমার মিশনে সাফল্যের জন্য প্রার্থনা করছে। তোমার ফিরে আসার পর, আমরা তোমাকে ভারতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারতের জন্য তার সবচেয়ে খ্যাতিমান কন্যাদের একজনকে স্বাগত জানানো আনন্দের হবে। তবে শুধু সুনীতা নয় মোদী তাঁর স্বামী মাইকেল উইলিয়ামসকেও “উষ্ণ শুভেচ্ছা” বার্তা পাঠিয়েছিলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, নাসার (NASA) এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে সুনীতা এবং অন্য মহাকাশচারীরা ফ্লরিডার উপকূলে (Florida Coast) অবতরণ করবেন। ভারতীয় সময় অনুযায়ী এটি হবে বুধবার ভোর সাড়ে ৩টা। ড্রাগন যানটির ডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর, মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আনডকিং প্রক্রিয়া শুরু হয়। এই মুহূর্তে, সুনীতা এবং বুচকে নিয়ে মহাকাশযানটি আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে রওনা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT