Road Accident: পথ দুর্ঘটনায় আইনজীবীর মর্মান্তিক মৃত্যু

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হল না কাঁথির এক বিশিষ্ট আইনজীবীর। মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন তিনি।

আরও পড়ুন: Jhargram : ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা, ভাঙল একাধিক মাটির বাড়ি

জানা গিয়েছে, রামনগর থানার অন্তর্গত মৈতানা গ্রামের বাসিন্দা আশীষ রায় (Ashish Roy) পেশায় ছিলেন কাঁথি দেওয়ানি আদালতের (Civil Court) আইনজীবী (lawyer)। মঙ্গলবার সকালে তিনি যথারীতি আদালতে যাওয়ার উদ্দেশ্যে নিজের মোটরবাইকে (motorbike) রওনা হয়েছিলেন। কিন্তু মাঝপথেই ঘটে বিপর্যয়। এক প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ কাঁথি-মাজনা (Kanthi-Majna) রাস্তার তাজপুর স্ট্যান্ড (Tajpur Stand) সংলগ্ন এলাকায় আশীষ রায়ের বাইকটির সঙ্গে একটি ডাম্পারের (dumper truck) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান (Road Accident)।

খবর পেয়ে কাঁথি থানার (Kanthi Police Station) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে (Kanthi Subdivisional Hospital) পাঠায়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্ত (post-mortem) সম্পন্ন করার পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কাঁথি মহকুমা আদালতে (Kanthi Subdivisional Court) শোকের ছায়া নেমে আসে। সহকর্মী আইনজীবীরা শোক প্রকাশ করে বলেন, “আশীষবাবু ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ও পরিশ্রমী। তাঁর এই আকস্মিক মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় ভারী যানবাহনের (heavy vehicles) বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আইনজীবীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শোকস্তব্ধ করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার (Road Accident) কারণ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।