Siliguri Murder News: পারিবারিক দ্বন্দ্বের জেরে খুন!

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ি শহরে (Siliguri) ঘটে গেল এক নৃশংস ঘটনা। মাটিগাড়া থানার (Matigara Police Station) টুম্বা জোত (Tumba Jote) এলাকায় দ্বিতীয় পক্ষের স্ত্রীকে হত্যার অভিযোগ (Siliguri Murder News) উঠেছে স্বামী ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত স্বামী রাজেশ কুমার গুপ্তা শোনিকে (Rajesh Kumar Gupta Soni) গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, রাজেশ কুমার গুপ্তা শোনি প্রথমে রেখা গুপ্তা (Rekha Gupta) নামে এক মহিলাকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান রয়েছে। তবে ১২ বছর আগে তিনি আবার রিতা সাহা (Rita Saha) নামে এক মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই দুই পক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল।

আরও পড়ুন:- Jaigaon: বছর দুয়েক পর কবর থেকে উঠল মৃতদেহ

রেখা গুপ্তা টুম্বা জোত এলাকায় থাকতেন, আর রিতা সাহার বাসস্থান ছিল রানা নগর (Rana Nagar) এলাকায়। প্রতিদিন রাতেই রাজেশ কুমার গুপ্তা শোনি রানা নগরে দ্বিতীয় স্ত্রীর কাছে যেতেন। কিন্তু সোমবার রাতে তিনি সেখানে যাননি, যা নিয়ে সন্দেহ হয় রিতা সাহার (Siliguri Murder News)। সন্দেহের বশে রিতা সাহা টুম্বা জোতে প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে যান। সেখানেই ঘটে ভয়াবহ ঘটনা। অভিযোগ অনুযায়ী, রাজেশ কুমার গুপ্তা শোনি, তার প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা ও তাদের দুই সন্তান রিতা সাহার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র (sharp weapon) দিয়ে আঘাত করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় রিতা সাহাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/164mWXbsyp/

রিতা সাহার মৃত্যুর খবর স্বামীর কাছ থেকেই পান তার বাপের বাড়ির লোকজন। ঘটনাস্থলে এসে তারা পুরো বিষয়টি বুঝতে পারেন এবং মাটিগাড়া থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রথমে রাজেশ কুমার গুপ্তা শোনিকে গ্রেফতার করে। অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা শোনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা বলেও সূত্রের খবর। পুলিশ এই মামলায় (murder case) বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আজ মঙ্গলবার, গ্রেফতারকৃত রাজেশ কুমার গুপ্তা শোনিকে শিলিগুড়ি আদালতে (Siliguri Court) পেশ করা হয়েছে। অন্যদিকে, রিতা সাহার মরদেহ ময়নাতদন্তের (post-mortem) জন্য পাঠিয়েছে মাটিগাড়া থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বাকিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT