Weather Update Today: তাপপ্রবাহের কবলে একাধিক জেলা!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: চৈত্র মাস পড়তেই দক্ষিণবঙ্গে (South Bengal) গরম যেন অসহনীয় হয়ে উঠেছে। সূর্য উত্তাপ ছড়িয়ে দিচ্ছে প্রতিদিন, (Weather Update Today) আর সেই সঙ্গে বাড়ছে অস্বস্তিও। গরমের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে, আগামী কয়েকদিন একই অবস্থা বজায় থাকবে। তবে সপ্তাহের শেষ দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে, কারণ আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী, যার ফলে বেশ কয়েকটি জেলায় (Districts of South Bengal) তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় মঙ্গলবার তাপপ্রবাহ বইতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও গরমের দাপট অনুভূত হবে।

আরও পড়ুন:- Today Bengal Weather: ৪০° ছুঁইছুঁই! এবার কি স্বস্তি দেবে বৃষ্টি?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা (Temperature Rise) আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে ভ্যাপসা গরম (Humid Weather) আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র গরমের মাঝেও রয়েছে সুখবর! আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain in South Bengal) সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Scattered Rain) হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm) বৃষ্টি হতে পারে (Weather Update Today)। এই বৃষ্টি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলতে পারে। যদিও বৃষ্টির কারণে তাপমাত্রায় (Temperature Drop) বড় কোনও পরিবর্তন হবে না, তবে গরমের অস্বস্তি খানিকটা কমবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

উত্তরবঙ্গের (North Bengal Weather) পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও, সেখানেও গরম একটু একটু করে বাড়ছে (Weather Update)। গত কয়েকদিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে (North Bengal Districts) হালকা ঝড়-বৃষ্টি (Storm and Rain) হয়েছে। তবে আগামী কয়েকদিন সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা বাড়তে পারে। ফলে উত্তরবঙ্গবাসীকেও কিছুটা গরম সহ্য করতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z