SpaceX Dragon: আইএসএস থেকে দীর্ঘ যাত্রা শুরু সুনীতা ও বুচের

আন্তর্জাতিক দেশ বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: ন’মাস পর, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযাত্রী নভশ্চর বুচ উইলমোর (Buch Wilmore)। নাসা’র (NASA) তথ্য অনুযায়ী, স্পেসএক্সের ড্রাগন (SpaceX Dragon) স্পেসক্রাফটটি (The spaceship) সকাল সাড়ে ১০টা (ভারতীয় সময়) নাগাদ আইএসএস (ISS)থেকে রওনা হয়েছে পৃথিবীর দিকে। সোমবার সকাল থেকে নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশযানের অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করছে।

আরও পড়ুন:Bangladesh: বন্ধু মোদীর ওপর দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ নিয়ে এবার উদ্বিগ্ন ট্রাম্প

নাসার (NASA) এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে সুনীতা এবং অন্য মহাকাশচারীরা ফ্লরিডার উপকূলে (Florida Coast) অবতরণ করবেন। ভারতীয় সময় অনুযায়ী এটি হবে বুধবার ভোর সাড়ে ৩টা।

আরও পড়ুন:BSF Session in School: সীমান্তের স্কুলে ক্যারিয়ার কাউন্সেলিং

রবিবার সকালে, স্পেসএক্সের ড্রাগন (SpaceX Dragon) মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। মহাকাশযানে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি, এবং রাশিয়ার রসকসমসের কিরিল পেসকভ। তাঁরা আইএসএস-এ দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুত হন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

ড্রাগন যানটির ডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর, মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আনডকিং প্রক্রিয়া শুরু হয়। এই মুহূর্তে, সুনীতা এবং বুচকে নিয়ে মহাকাশযানটি আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে রওনা হয়েছে।

গত বছর জুনে, সুনীতা এবং বুচ মহাকাশ সফরে বের হলেও, তাঁদের ফিরে আসার সময় একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বোয়িং স্টারলাইনারে, যার ফলে তাঁদের দেশে ফেরার পরিকল্পনা বিলম্বিত হয়। এরপর থেকে বার বার তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। অবশেষে, প্রায় ন’মাস পর, স্পেসএক্সের ড্রাগন (SpaceX Dragon) মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT