Tamil Nadu Mahamaham: ১২ বছর অন্তর হয় এই ঐতিহ্যবাহী কুম্ভমেলা

দেশ

নিউজ পোল ব্যুরো: কুম্ভমেলা (Kumbh Mela) বলতেই আমরা সাধারণত হরিদ্বার (Haridwar), প্রয়াগরাজ (Prayagraj), উজ্জয়িনী (Ujjain) ও নাসিক (Nashik)-এর কথা ভাবি। কিন্তু জানেন কি, উত্তর ভারতের বাইরেও আয়োজিত হয় এক ঐতিহ্যবাহী কুম্ভমেলা? এই ধর্মীয় উৎসবটির নাম ‘মহামহম’ (Tamil Nadu Mahamaham), যা দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে (Tamil Nadu) পালিত হয়।সম্প্রতি শেষ হয়েছে মহাকুম্ভ (Maha Kumbh) ২০২৫, যেখানে লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়েছিলেন পবিত্র স্নানের জন্য। এই বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কেবলমাত্র উত্তরপ্রদেশে (Uttar Pradesh) নয়, দেশের অন্যান্য রাজ্যেও পালিত হয়। তবে কুম্ভমেলার ঐতিহ্যকে উত্তর ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হলেও, দক্ষিণ ভারতও এই পুণ্যতিথি উদযাপনের ইতিহাস বহন করে আসছে।

আরও পড়ুন:- Sunita Williams: ফিরছেন সুনীতারা, সামনে এল মহাকাশচারীকে লেখা প্রধানমন্ত্রী মোদীর চিঠি

২০২৭ সালে নাসিকে (Nashik) আয়োজিত হবে পরবর্তী কুম্ভমেলা। কিন্তু তার ঠিক পরের বছর, অর্থাৎ ২০২৮ সালে তামিলনাড়ুর কাঞ্জিভরম (Kumbakonam) শহরে অনুষ্ঠিত হতে চলেছে ‘মহামহম’ উৎসব। বহু মানুষ হয়তো জানেন না যে, ‘মহামহম’ হল দক্ষিণ ভারতের নিজস্ব (Tamil Nadu Mahamaham) কুম্ভমেলা। এটি কেবল একটি আঞ্চলিক উৎসব নয়, বরং হাজার বছরের পুরনো একটি বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান।তামিলনাড়ুর কুম্ভকোনম (Kumbakonam) শহর, যাকে দক্ষিণের বারাণসী (Varanasi of South) বলা হয়, সেখানে মহামহমের আয়োজন করা হয়। প্রতি ১২ বছর অন্তর এটি পালিত হয়, ঠিক যেমন কুম্ভমেলার নিয়ম। ২০১৬ সালে শেষবার এটি পালিত হয়েছিল, যেখানে প্রায় ২ কোটি ২০ লক্ষ পুণ্যার্থী অংশ নিয়েছিলেন। পরবর্তী মহামহম ২০২৮ সালে আয়োজিত হতে চলেছে। বিশ্বাস করা হয়, ব্রহ্মা দেব (Lord Brahma) এখানে একটি পবিত্র ঘট (Kumbha) স্থাপন করেছিলেন, যা মহাবিষ্ণু (Lord Vishnu)-র কৃপায় কল্যাণকর হয়ে ওঠে। সেই ঘটের জলেই এই পবিত্র স্নান করা হয়, যা অমৃতের (Amrita) মতন পবিত্র বলে মানা হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

২০২৮ সালের মহামহমকে (Mahamaham 2028) কেন্দ্র করে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। সম্প্রতি অখিল ভারতীয় সন্ন্যাসী সংগম (Akhil Bharatiya Sannyasi Sangam) একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছিল। এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের (VHP) সর্বভারতীয় সভাপতি মিলিন্দ পারান্ডে (Milind Parande), সন্ন্যাসী রামানন্দ মহারাজসহ (Ramanand Maharaj) আরও বহু ধর্মীয় নেতা। সভার মূল উদ্দেশ্য ছিল মহামহম ২০২৮-এর জন্য নতুন প্রতীক চিহ্নের (symbol) উদ্বোধন এবং উৎসবের রূপরেখা নির্ধারণ করা। এছাড়াও, কীভাবে দেশ-বিদেশ থেকে আরও বেশি সংখ্যক (Tamil Nadu Mahamaham) ভক্তদের আকৃষ্ট করা যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT