Trump and Putin : মঙ্গলবার ফোনে কথা বলবেন দুই রাষ্ট্রপ্রধান, বাড়ছে যুদ্ধবিরতির সম্ভাবনা

আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: অবশেষে যুদ্ধ থামানোর বিষয়ে কথা বলতে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সূত্রের খবর, মঙ্গলবার ফোনে কথা হবে দুই রাষ্ট্রপ্রধানের (Trump and Putin)। এমনটাই জানানো হয়েছে দুই দেশের তরফে। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একটি ইতিবাচক পরিসমাপ্তির সম্ভাবনা দেখতে শুরু করেছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুনঃ Bangladesh : ‘বন্ধু’ মোদির ওপর দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ নিয়ে এবার উদ্বিগ্ন ট্রাম্প

প্রথমে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার বিষয়ে মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। এর কিছুক্ষণ পরই ক্রেমলিনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়। রবিবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানে সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। এই সাক্ষাৎকারে যুদ্ধ বিরতি প্রসঙ্গে তিনি সরাসরি দাবি করেছেন, “আমাদের জন্য খুব ভাল একটি সুযোগ আছে।”

ট্রাম্পের এহেন মন্তব্যের পরই মঙ্গলবার ট্রাম্প এবং পুতিনের (Trump and Putin) ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ প্রসঙ্গে বলেন, “এরকম একটি ফোনালাপের পরিকল্পনা করা হয়েছে মঙ্গলবার।” যদিও ঠিক কী কী বিষয়ে দুই দেশের রাষ্ট্রপতির আলোচনা করা হতে পারে তা নিয়ে কিছু বলতে চাননি পেসকভ। উল্লেখ্য, দ্বিতীয়বারের মত মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আদাজল খেয়ে নেমেছেন ট্রাম্প।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে বৈঠক হয়েছে সৌদি আরবে। আমেরিকার দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এদিকে এরই মধ্যে পুতিন ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। জানান একমাত্র তাহলেই যুদ্ধ থামবে। তবে মঙ্গলবার ট্রাম্প এবং পুতিনের (Trump and Putin) মধ্যে হতে চলা ফোনালাপের খবর সামনে আসতেই আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, এই ফোনালাপ ইতিবাচক-ই হতে চলেছে।