Accident: L238 বাসের সঙ্গে জেসিপির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

breakingnews কলকাতা

নিউজ পোল বাংলা: কলকাতার রাস্তায় বিমানের মত গতিতে নাকি যায় হাওড়া-বারাসাত রুটের L238 বাস। যাত্রীরা এমনটাই বলেন। এমনকি এই নিয়ে বহু মিমও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে বিমানকেও দৌড়ের গতিতে টেক্কা দিচ্ছে এই L238 বাস। সেই বাসই এবার দুর্ঘটনার (Accident) কবলে। বারাসাত-হাওড়া L238 ও জেসিপির মুখমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছে ৫ জন, আশঙ্কাজনক আরও ৩ জন।

সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বারাসাত থেকে হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় দোলতলা পুলিশ লাইনের কাছে গোডাউন থেকে বেড়ানোর সময় একটি জেসিপি সরাসরি চলন্ত বাসে ধাক্কা মারে। বাসটির বাঁ দিকের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বাসের সামনের দিকে বসা তিন জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ জেসিপি গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আরও পড়ুনঃ Road Accident: পথ দুর্ঘটনায় আইনজীবীর মর্মান্তিক মৃত্যু

কিভাবে দুর্ঘটনা (Accident) ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বাস দুর্ঘটনার পর বাসে থাকা বাকি যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। বাসে থাকা বাকি যাত্রীদের নিরাপদের উদ্ধার করা হয়েছে। বাসটির বাঁ দিকের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনা দেখেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসেই গাড়ির চালকে আটক করে। দুটি গাড়ির গতিবেগ কত ছিল সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/