Partha Chatterjee: চাপ বাড়ল পার্থর, রাজসাক্ষী হয়ে গোপন জবানবন্দি জামাই কল্যাণময়ের

অপরাধ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দিনকয়েক আগে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে ইডির বিশেষ আদালতে বিচারক জানান একজন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে পারেন কল্যাণময়। সেই নির্দেশ মেনে মঙ্গলবার নগর ও দায়রা আদালতে ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিলেন কল্যাণময়।

আরও পড়ুনঃ Shankar Ghosh : ফের বিস্ফোরক শংকর ঘোষ, করলেন বিরাট দাবি

ইডির সন্দেহের তালিকায় পার্থর (Partha Chatterjee) মেয়ে ও জামাইয়ের নাম উঠে আসে পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে। তাঁদের নামে একাধিক সংস্থার খোঁজ পাওয়া যায়। শোনা যায়, কল্যাণময় নাকি সুদূর বিলেতে বসেই এইসমস্ত সংস্থা নিয়ন্ত্রণ করতেন। ইডি সূত্রে খবর, পার্থর স্ত্রীর নামে একটি ট্রাস্ট খোলা হয়। তারই অন্তর্ভুক্ত ছিল এই সংস্থাগুলি। আর এই ট্রাস্টের মাধ্যমে কলকাতাসহ বিভিন্ন জেলায় একাধিক জমি কেনা হয়। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে একাধিকবার তলব করে জেরা করে ইডি।

শেষপর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হয়ে গোপন জবানবন্দি দিলেন কল্যাণময়। তিনি জানিয়েছিলেন, শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নির্দেশে কিছুটা বাধ্য হয়েই দুর্নীতিতে জড়িয়ে পড়তে হয় তাঁকে। তাঁর রাজসাক্ষী হতে চাওয়ার আবেদনটি মঞ্জুর হয় ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে। নিজের অপরাধ ক্ষমা করার আবেদনও জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিকে মামলা চলাকালীন কল্যাণময়ের বিদেশে ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আদালতের অনুমতি ছাড়া কলকাতা ছাড়তে পারবেন না তিনি। তবে ইডি সূত্রে খবর, গোপন জবানবন্দি দেওয়ার পর কল্যাণময় বিদেশে ফেরার আবেদন করতে পারবেন। এদিকে শোনা যাচ্ছে, জামাই কল্যাণময়ের পর আগামী ২৬ এবং ৩১ মার্চ আরও দুজন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন।