নিউজ পোল ব্যুরো: শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পোস্টার ঘিরে তৃণমূল-বিজেপির (TMC-BJP) মধ্যে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি (BJP)-র তরফে লাগানো ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টারের বিরুদ্ধে এবার পাল্টা প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস (TMC)। শ্যামবাজার-সহ শহরের নানা জায়গায় নতুন পোস্টার পড়েছে, যা তৃণমূলের আইটি সেল (IT Cell) ও সোশ্যাল মিডিয়া শাখার (Social Media Wing) তরফে তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই নতুন পোস্টারে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যে কেন্দ্রীয় সরকারের (Central Government) কোনো পূর্ণমন্ত্রী (Cabinet Minister) নেই, যা বাংলা তথা বাঙালিদের প্রতি কেন্দ্রের অবহেলা প্রকাশ করে। এছাড়াও, দেশের আর্থিক অবস্থা ও জনজীবনের সমস্যাগুলিকে তুলে ধরা হয়েছে। তেলের দাম (Petrol Price), গ্যাসের দাম (LPG Price) বৃদ্ধির বিষয়টি সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আধার (Aadhaar) লিঙ্ক সংক্রান্ত সমস্যা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এই পোস্টারে। বিজেপি দীর্ঘদিন ধরেই হিন্দুত্ববাদী রাজনীতি (Hindutva Politics) করে আসছে, এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টার লাগিয়ে তারা হিন্দু ভোটব্যাংককে (Hindu Vote Bank) টার্গেট করছে বলে অভিযোগ উঠছে। এর জবাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নতুন পোস্টার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

আরও পড়ুনঃ Droupadi Murmu: এই প্রথমবার, রাষ্ট্রপতি ভবনে একসঙ্গে আমন্ত্রিত বাংলার ৪২ জন সাংসদ
তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপি শুধু ধর্মীয় বিভাজন (Religious Polarization) করে রাজনীতি করতে চায়, কিন্তু সাধারণ মানুষের প্রকৃত সমস্যার দিকে নজর দেয় না। দেশের অর্থনীতি (Economy) ক্রমশ দুর্বল হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে, অথচ কেন্দ্রের সরকার এসব নিয়ে নীরব। এই বিষয়গুলো নিয়েই পোস্টারে প্রতিবাদ জানানো হয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় রাজনৈতিক প্রচারের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ স্থান। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারের জন্য এই জায়গাকে বেছে নেয়। বিজেপি যখন সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে, তখন তৃণমূল এই ধরনের পোস্টারের মাধ্যমে পাল্টা বার্তা দিতে চাইছে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই পোস্টার যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে যে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ধর্মীয় প্রচারকে বিকৃত করে দেখানোর চেষ্টা করছে। অন্যদিকে, তৃণমূল বলছে যে, বিজেপির প্রকৃত অভিসন্ধি (Political Agenda) তারা প্রকাশ্যে নিয়ে এসেছে। বিজেপি ও তৃণমূলের (TMC-BJP) এই রাজনৈতিক লড়াই যে আগামী দিনে আরও তীব্র হবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কোন দিকে যায় এবং এই পোস্টার যুদ্ধ বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।