নিউজ পোল ব্যুরো: দিনহাটার বড় আটিয়াবাড়ি ২ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান (মান্নে)-র বিরুদ্ধে এক মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের (TMC Leader) অভিযোগ উঠেছে। অভিযোগ, মান্নান ওই মহিলাকে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা (bribe for job) নেন। কিন্তু দীর্ঘ সময়েও চাকরি না হওয়ায় নির্যাতিতার পরিবার টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন।
আরও পড়ুনঃ Cyber Crime: প্রতারক নিজেই প্রতারণার স্বীকার
গত ১৪ই মার্চ মান্নান ওই মহিলাকে ইন্টারভিউ (job interview)-র নামে তার বাবার বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে যান। এরপর দিনহাটার ঝুড়িপাড়া (Jhuripara)-র একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। অভিযোগ, ধর্ষণের পর মান্নান (TMC Leader) নির্যাতিতার নগ্ন ছবি ও ভিডিও (nude photos and videos) মোবাইলে ধারণ করেন এবং হুমকি দেন যে, যদি তারা টাকা ফেরত চান তবে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া (social media) এবং মহিলার স্বামীর মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও, অভিযোগকারিণী জানান যে, ধর্ষণের পর মান্নান তাকে মদ (alcohol) খাওয়ার জন্য জোর করেন এবং মদের বোতল দিয়ে মাথায় আঘাত করেন। এরপর নির্যাতিতা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন, সেই সুযোগে মান্নান পালিয়ে যান।
গতকাল রাতে নির্যাতিতা মহিলা ও তার বাবা দিনহাটা মহিলা থানায় মান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই পুলিশ মান্নানকে (TMC Leader) গ্রেপ্তার করে। তবে অভিযোগ উঠেছে, গ্রেফতারের পর থানা (police station) থেকে তিনি পালিয়ে যান। পরে আজ দুপুরে তিনি আত্মসমর্পণ (surrender) করেন। এদিকে, নির্যাতিতার বাবা অভিযোগ করেন যে, থানায় অভিযোগ দায়েরের পর তারা লিখিত অভিযোগের রিসিভ কপি (copy of FIR) পাননি। তবে আজ সকালে সেই কপি তাদের দেওয়া হয়েছে। দিনহাটা মহিলা থানার ওসি (Officer-in-Charge) জানিয়েছেন, মান্নান গ্রেফতার হওয়ার পর পালিয়ে গিয়েছিলেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য (public outrage) ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ (legal action) নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।