নিউজ পোল ব্যুরো: ফের শহরে পথ দুর্ঘটনা (Accident)। সল্টলেকে (Saltlake) প্রাইভেট গাড়ির ধাক্কা অটোতে। তাতেই আহত হয়েছেন অটো চালক। গাড়িটিকে আটক করেছে পুলিশ (police)। ঘটনাকে কেন্দ্র করে দুর্ঘটনা চত্বরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের দিক থেকে সিটি সেন্টারের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়ি সিগন্যাল ভেঙে এগিয়ে যায়। সেই সময় একটি অটো রাস্তা ক্রস করছিলো। তখন সজোরে অটোতে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হয় অটো চালক। আহত অটো চালককে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি ও মহিলা চালককে আটক করা হয়েছে। গাড়ির গতিবেগ কত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ Sunita Williams: ভারতীয় বংশোদ্ভূত কন্যার কীর্তিতে গর্বিত, অভিনন্দন জানালেন মোদী-মমতা

এদিন অন্য আরেকটা ঘটনায় অটোর ধাক্কায় রেলগেট ভেঙে গিয়েছে বলেই খবর মিলেছে। তাতে বেশকিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা কয়ড়া কদম্বগাছিতে। আজ সকাল ১০-৪০ এর হাসনাবাদ শিয়ালদহ লোকাল ট্রেন আসছিল। কদম্বগাছির ছয় নম্বর রেলগেট তখন বন্ধ ছিল। দ্রুত গতিতে আসা একটি অটো সরাসরি রেলগেটে ধাক্কা মারলে গেটটি ভেঙে যায়। ট্রেনের চালক দুর্ঘটনার ঘটেছে বুঝতে পেরেই সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দেন। এতে বড়সর দুর্ঘটনা (Accident) থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। অটোটিকে আটক করেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয় । তবে সল্টলেকের (Saltlake) ঘটনায় আহত হয়েছেন অটোচালক। দুটি ঘটনাতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/