Manipur: নতুন করে মনিপুরে সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

Uncategorized

নিউজ পোল ব্যুরো: উত্তর-পূর্বের রাজ্য মনিপুরে (Manipur) কিছুতেই কমছে না অশান্তির আঁচ। এক বছরেরও বেশি সময় ধরে কুকি ও মেতেই জনজাতির মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত হয়ে রয়েছে রাজ্য। এই আবহেই ফের উত্তাপ ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৬৫ কিলোমিটার দূরে মণিপুরের চুরাচাঁদপুর জেলায় হামার এবং জোমি উপজাতির মধ্যে জাতিগত সংঘর্ষে ৫৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইম্ফলের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুই উপজাতির প্রতিনিধিত্বকারী দুটি সংগঠন শান্তি সমঝোতায় পৌঁছানোর কয়েক ঘন্টা পরে মঙ্গলবার রাতে আবার সংঘর্ষ শুরু হয়। এর আগে, রবিবার এক হামার নেতাকে অজ্ঞাত ব্যক্তিরা মারধর করার ঘটনায় সোমবার রাতে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, কুকি এবং জোমি উপজাতি অধ্যুষিত জেলায় কিছু লোক জোমি সশস্ত্র গোষ্ঠীর পতাকা সরিয়ে নেওয়ার চেষ্টা করার পর মঙ্গলবার সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর আগেই, জোমি এবং হামার উভয় উপজাতির সশস্ত্র সদস্যরা এবং জনতা একে অপরের দিকে গুলি চালায় এবং পাথর ছোঁড়ে। একজন পুলিশকর্তা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীরা জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল এবং কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। একজন পুলিশ কর্তা জানিয়েছেন সংঘর্ষের সময় ৫৩ বছর বয়সী লালরোপুই পাখুমাতে’র মৃত্যুর কারণ এখনও তাঁরা খুঁজে পাননি।

আরও পড়ুনঃ Crime: ভুয়ো পুলিশের পরিচয়ে অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবীর উপর হামলা

ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, “কারা গুলি চালিয়েছে আমরা তা সনাক্ত করার চেষ্টা করছি।” অন্যদিকে এই হামলা ও পাল্টা আক্রমণ অব্যাহত থাকায় চুরাচাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট ধরুন কুমার এস দুটি পৃথক বিবৃতিতে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। তিনি উভয় পক্ষকে আইন হাতে না নেওয়ার অনুরোধ করেছেন। জনগণ যাতে সহিংস না হয় সেজন্য চুরাচাঁদপুর শহর এবং সংলগ্ন এলাকায় শতাধিক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার সহিংসতা কবলিত এলাকায় সিএপিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে সিএপিএফ সদস্যরা পতাকা মিছিল করেছেন। রবিবার হামার উপজাতি নেতা রিচার্ড হমারের উপর হামলার ঘটনায় দুই সম্প্রদায়ের প্রবীণদের মধ্যে বিরোধ নিষ্পত্তির পর হামার ইনপুই এবং জোমি কাউন্সিল মঙ্গলবার তাদের ডাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বিরেন সিং পদত্যাগের পর রাজ্যে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/