Ayon Sil: আবেদন খারিজ, জামিন পেলেন না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: গত ৭ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জামিন পেয়েছিলেন অয়ন শীল (Ayon Sil)। তবে তাঁর বিরুদ্ধে পুর নিয়োগ দুর্নীতি মামলা থাকায় জামিন পেলেও জেল থেকে বের হতে পারেননি, আশায় ছিলেন যদি পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান তাহলে জেলমুক্তি হবে। তবে বিধি বাম। আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। অর্থাৎ অয়ন শীলের জেলমুক্তি হচ্ছে না।

বুধবার পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। CBI-এর মামলাতে জামিনের আবেদন খারিজ করা হয়। আদালতে CBI-এর দাবি ‘তদন্ত এখনও শেষ হয়নি, পুরসভায় অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়ন শীলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে’। অর্থাৎ পুর নিয়োগ দুর্নীতিতে জামিন না পাওয়ায় জেলেই থাকতে হবে। প্রোমোটার অয়ন শীলের নাম শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত শুরুর পর উঠে এসেছিল । হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ২০২৩ সালে সিবিআই তদন্তের। তার পরেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়নকে গ্রেফতার করা হয়। তারপর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও তার নাম জড়ায় এবং ইডি এবং সিবিআই-এর হাতে গ্রেফতার হন।

আরও পড়ুনঃ Murder: ভয়ংকর, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে ড্রামে ভরলেন স্ত্রী

প্রসঙ্গত, গত ৭ মার্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জেলবন্দি অয়নকে ১ লক্ষ টাকার দুটি সিওরিটি বন্ডে (৫০ হাজার টাকা করে) জামিন দেওয়া হয় । সেই সঙ্গেই দেওয়া হয় বেশ কয়েকটি শর্ত। জামিন মঞ্জুর করার পাশাপাশি আদালত জানিয়েছিল অয়ন শীল যেতে পারবেন না কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হুগলির বাইরে। তবে সেই সময়ে জামিন পেলেও হুগলির অয়ন জেল থেকে মুক্ত হননি। পুর নিয়োগ দুর্নীতি মামলাতে অভিযুক্ত থাকার কারণে সেই সময় জেল থেকে বের হতে পারেননি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতিতে অধিকাংশ মামলাতে জামিন মিলেছে অয়ন শীলের। এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলে জেল থেকে মুক্ত হবেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/