নিউজ পোল ব্যুরো: জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি (Maynaguri) ব্লকের রানিরহাট মোড় (Ranirhat More) সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বিএসএফ (BSF) জওয়ান।
সূত্রের খবর, ময়নাগুড়ি থেকে নিজের বাড়ি জামালদহ (Jamalda) ফিরছিলেন ৩৫ বছর বয়সি বিএসএফ জওয়ান জয়প্রকাশ বর্মন। স্কুটিতে চেপে রানিরহাট মোড় সংলগ্ন এলাকায় পৌঁছতেই বিপত্তি ঘটে। ঠিক সেই সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি ট্রাক (Truck) তাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে (Road Accident)। প্রচণ্ড ধাক্কার ফলে তিনি স্কুটি থেকে ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন।
আরও পড়ুন: Saltlake: সল্টলেকে অটোতে প্রাইভেট গাড়ির ধাক্কা আহত ১
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ও ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত বিএসএফ জওয়ানকে দ্রুত উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দিলীপ অধিকারী (Dilip Adhikari) বলেন, “স্কুটিতে করে যাচ্ছিলেন ওই বিএসএফ জওয়ান। হঠাৎ পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা মারে (Road Accident)। তিনি সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন। আমরা পুলিশকে খবর দিই এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু শেষ রক্ষা হয়নি।”

দুর্ঘটনার পরপরই ময়নাগুড়ি থানার পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে যানটি আটক করে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং ট্রাক চালকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার পর আবারও জলপাইগুড়ির বিভিন্ন রাস্তায় যানবাহনের নিয়ন্ত্রণ এবং পথ নিরাপত্তা (Road Safety) নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করেছেন, রানিরহাট মোড় সংলগ্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের (Traffic Control) ব্যবস্থা আরও কড়া করা উচিত। তাছাড়া, লরি এবং ট্রাকের বেপরোয়া গতি (Over Speeding) আটকাতে প্রশাসনের আরও সক্রিয় হওয়া দরকার।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশি তৎপরতা যথেষ্ট হলেও, পথ নিরাপত্তার দিকে আরও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকে।