নিউজ পোল ব্যুরো: বারুইপুরে বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার, পাল্টা চোর-গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বঙ্গ বিজেপির বারুইপুর অভিযান ঘিরে তুমুল অশান্তি। শুভেন্দুর রোড শো শুরু হতেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু। এমনকি বিজেপিকে কালো পতাকা দেখানো হয় বিরোধী দলনেতাকে। কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল -বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায় বারুইপুরে।
আরও পড়ুনঃ Ram Navami : রামনবমীতে প্রশাসনকে কড়া বার্তা শুভেন্দুর
বারুইপুরে গিয়ে আরও একবার রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, “নির্বাচন কমিশনের দেখা উচিত রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় নির্বাচন সম্ভব কি না। এরই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, আমি তো যা করার করব।” উল্লেখ্য, বারুইপুরে এদিন বিরোধী দলনেতার মিছিল ঘিরে শুরু থেকেই ছড়ায় উত্তেজনা। বিজেপি এবং তৃণমূলের স্লোগান-পাল্টা স্লোগানে রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শুভেন্দু বারুইপুরে এসে পৌঁছতেই তাঁকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা।
পরে গোটা ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, “আমাদের যাঁরা বিধায়ক এসেছিলেন তাঁদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। পাথর ছোঁড়া হয়েছে। এমনকি লঙ্কার গুঁড়ো মেশানো জলও ছোঁড়া হয়েছে।” এরপরই হুঁশিয়ারির সুরে বলেন, “মোদিজির সৈনিক আমরা। ঔরঙ্গজেবকে ভয় করিনি। চেঙ্গিস খাঁকে ভয় করিনি। তোরা কোন হরিদাস পাল যে ভয় করব। এখানকার পুলিশের এসপি যা করলেন তার হিসাব হবে।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এদিকে এদিন ওবিসি মামলা প্রসঙ্গে আরও একবার শাসককে তুলোধুনা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, যা যা জটিলতা রয়েছে সেসব কাটিয়ে শূন্যপদে নিয়োগ করুক রাজ্য। শুধু তাই নয়। চড়া আক্রমণের সুরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মূলতঃ হিন্দু ওবিসি’দের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করায় বাংলার ২ কোটিরও বেশি বেকার যুবক যুবতীর সর্বনাশ হচ্ছে।”