নিউজ পোল ব্যুরো: চৈত্র মাসে পুরুলিয়ার (Purulia) মুখোশ শিল্পীরা এবার দারুণ সাফল্য পেয়েছেন। পুরুলিয়ার (Purulia) গ্রাম পুরুলিয়ার (Chhau Dance) মুখোশ শিল্পীরা এবার দারুণ সাফল্য পেয়েছেন চৈত্র মাসে। পুরুলিয়ার (Jungalmahal) গ্রাম চড়িদা, যেখানে ছৌ নাচের (Chhau Dance) মুখোশ তৈরি হয়, সেখানে চৈত্রের সময় থেকে শুরু হয় ব্যাপক বরাতের কাজ। এই বছর চড়িদার হস্তশিল্পীরা প্রায় কোটি টাকার কাজ পেয়েছেন, আর তাতে মুখোশ শিল্পী গ্রামটির অর্থনীতি একেবারে চাঙ্গা হয়ে উঠেছে। পাশাপাশি পলাশের সময়ের ঋতুর সাথে মেলানো নতুন ডিজাইনের মুখোশের চাহিদাও বেড়েছে। বিশেষত, বনদুর্গা, কৃষ্ণ এবং কিরাত-কিরাতিনের (Kirat-Kiratin) মুখোশ এবার বিশেষভাবে জনপ্রিয় হয়েছে।
আরও পড়ুন:BJP Leader: প্রতিবেশীর হাতে খুন বিজেপি নেতা
মুখোশ শিল্পীদের সংগঠন জানাচ্ছে, গত বছর দোল-হোলি উপলক্ষে চড়িদার মুখোশ শিল্পীরা প্রায় ২০ লাখ টাকার ব্যবসা করেছেন। কিন্তু এ বছর এই ব্যবসা আরও বৃদ্ধি পেয়েছে। (Chhau Mask) শিল্পী বিজয় সূত্রধর জানান, “এবার প্রত্যেক শিল্পী অন্তত ১০ হাজার থেকে ২০ হাজার টাকার কাজ পেয়েছেন, আর কিছু দোকান ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকার বরাত পেয়েছে। সব মিলিয়ে ব্যবসা প্রায় কোটি টাকা ছুঁয়েছে।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
চৈত্র-বৈশাখ মাসে (Chhau Dance Season) ছৌ নাচের জন্য সবচেয়ে ভালো বরাত আসে, আর এবারের ব্যবসা অন্যান্য বছরগুলোকে ছাড়িয়ে গেছে। চড়িদার শিল্পী রমা সূত্রধর বলেন, “এ বছর যেন সবকিছুই আলাদা। বরাতের পরিমাণ এত বেশি যে, দোকানে রাত ১০টা পর্যন্ত কাজ চলে।”
অথচ, পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ (Chhau Mask) শুধুমাত্র স্থানীয় বাজারেই জনপ্রিয় নয়, ঝাড়খণ্ডের (Jharkhand) মানভূম বা পুরুলিয়ার বীর রসের ছৌ নৃত্য দলগুলোর কাছেও চড়িদার মুখোশ অত্যন্ত জনপ্রিয়। অতীতেও এই সময়টাতে মুখোশ শিল্পীরা ভাল ব্যবসা করেছেন, কিন্তু এবারের বিশেষ ডিজাইন এবং নতুন চরিত্রের মুখোশের কারণে ব্যবসা সেরকম উচ্চতায় পৌঁছেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এভাবে চড়িদার মুখোশ শিল্পীরা সব বছরেই (Chhau Dance mask) নতুন নতুন রূপে নিজেদের শিল্পকে উপস্থাপন করে এবং প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখে।