Crime: ভুয়ো পুলিশের পরিচয়ে অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবীর উপর হামলা

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে ভুয়ো পুলিশের দাপটের খবর হামেশাই সামনে আসছে। প্রতারণার একাধিক অভিযোগ আগেও সামনে এসেছে। এবার পুলিশ পরিচয়ে বর্ধমান জেলা আদালতের এক অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবীর উপর হামলার অভিযোগ ওঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অপরাধের (Crime) ঘটনায় অভিযুক্তকে শক্তিগর থানা এলাকা থেকে গ্ৰেফতার করেছে বর্ধমান থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তর বাড়ি শক্তির থানার অন্তর্গত গাংপুর এলাকায়। ধৃতের নাম রহিত দাস, বয়স ২৯ বছর। অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবীর উপর হামলার ঘটনায় তোলপাড় বর্ধমান শহর। অভিযোগ, দোলের দিন অর্থাৎ ১৫ মার্চ ওই মহিলা আইনজীবী তাঁর স্বামী, দিদি ও জামাইবাবুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই বর্ধমান শহরের বিগবাজার রামকৃষ্ণ রোড মোর এলাকায় পুলিশের স্টিকার লাগানো বাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়িতে ধাক্কা মারে। প্রতিবাদ করতেই অভিযুক্তদের মধ্যে একজন ওই আইনজীবীর ঘাড় ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। আইনজীবী হিসেবে নিজের পরিচয় জানালেও অভিযুক্ত যুবক দাবি করেন তিনি পুলিশ। তার পরেই নিজেকে পুলিশ দাবি করা বুক্তি আইনজীবীর পেটে লাথি মারে। এতে অন্তঃসত্ত্বা মহিলার মারাত্মক বিপদ হতে পারত বলে অভিযোগ। এই ঘটনার পর মহিলা আইনজীবী বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। যদিও প্রথমে অভিযোগ না নেওয়ার অভিযোগ তোলা হয় পুলিশের বিরুদ্ধে। অভিযোগ নেওয়ার পরেও কোনো নথি বা জেরক্স না দেওয়ার অভিযোগও করেন নির্যাতিতা।

আরও পড়ুনঃ Sunita Williams In India: মোদীর আমন্ত্রণ, সুনীতার ভারতে আসার খবর দিল পরিবার

ঘটনার প্রতিবাদে বুধবার বর্ধমান আদালতে পেন ডাউন কর্মসূচি পালন করে বর্ধমান বার অ্যাসোসিয়েশন।সংগঠনের সম্পাদক সদন তা জানান, “এ ধরনের নক্কারজনক ঘটনা আমরা কেউই মেনে নিতে পারিনি, তাই পেন ডাউন কর্মসূচি গ্রহণ করেছি”। বার অ্যাসোসিয়েশন স্পষ্ট করে জানিয়েছে, ঘটনার বিচার চেয়ে তারা পুলিশকে চিঠি দিয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। ৭২ঘন্টার আগেই অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। আদালতে তোলার আগে রোহিত দাবি করেছে, “আমি মারিনি। আমার সঙ্গে আমার পরিবারের লোকজন ছিল। আমার দাদা উলুবেড়িয়া থানার পুলিশ, তার গাড়ি আমি নিয়ে বেরিয়েছিলাম অকেশন বলে। শুধু সামান্য কথা কাটাকাটি হয়েছিল, মারধরের ঘটনা ঘটেনি।”
এই অপরাধের (Crime) ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্ধমানে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/