নিউজ পোল ব্যুরো: সাবধান! পঞ্জাবের (Punjab) মোহালির (Mohali) এক ফাস্ট ফুড (Fast Food) কারখানায় (Factory) তল্লাশি চালিয়ে এমন এক ভয়ংকর সত্য প্রকাশ্যে এসেছে, যা রীতিমতো শিউরে ওঠার মতো। অভিযোগ উঠেছে, মোমো ও স্প্রিং রোল (Spring Roll) তৈরির জন্য ব্যবহৃত মাংসের মধ্যে কুকুরের মাংস (Dog Meat in Momo) থাকতে পারে! মোহালির মাট্টুর এলাকায় একটি ফাস্ট ফুড উৎপাদন কারখানায় অভিযান চালায় পুরসভার মেডিক্যাল টিম (Municipal Medical Team)। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত হচ্ছে। কিন্তু তদন্তে যা বেরিয়ে এল, তা সত্যিই ভয়াবহ। ফ্রিজ খুলতেই কর্মকর্তাদের চোখ ছানাবড়া! ভেতরে পাওয়া গেল কাটা কুকুরের মুণ্ড। এছাড়াও, সেখানে ছিল নিম্নমানের, পচা খাবার ও মাংসের মজুত।
আরও পড়ুন:- Murder: ভয়ংকর, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে ড্রামে ভরলেন স্ত্রী
কয়েকজন স্থানীয় বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় নোংরা জল, পচা সবজি ও অপরিচ্ছন্ন পরিবেশের ভিডিয়ো পোস্ট করেন। এরপরই প্রশাসনের নজরে আসে বিষয়টি। অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল টিম অভিযান চালায় ওই কারখানায়, যা মোমো ও স্প্রিং রোল তৈরির জন্য পরিচিত ছিল। কারখানার উৎপাদিত খাবার চণ্ডীগড় (Chandigarh), পঞ্চকুলা (Panchkula) ও কালকা (Kalka)-সহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হত। কারখানার কর্মীদের দাবি, কুকুরের মাংস মোমো বা স্প্রিং রোলে ব্যবহার করা হত না। তারা জানান, কারখানার কয়েকজন নেপালি কর্মী কুকুরের মাংস খান এবং সেটাই ফ্রিজে রাখা ছিল (Dog Meat in Momo)। তবে সত্যতা যাচাই করতে উদ্ধার হওয়া মাংস ল্যাবরেটরিতে (Laboratory) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে, আদৌ কি মোমোর পুরে কুকুরের মাংস (Dog Meat in Momo) ব্যবহৃত হচ্ছিল কি না।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও কলকাতায় (Kolkata) করোনাকালীন সময়ে পাঠার মাংসের পরিবর্তে কুকুরের মাংস বিক্রির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল। সেই ঘটনার পর এবার পঞ্জাবে একই ধরনের অভিযোগ উঠল, যা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ফাস্ট ফুডপ্রেমীদের মধ্যে। অভিযানকালে বিপুল পরিমাণ পচা মাংস, ব্যবহৃত তেল এবং ক্রাশার মেশিন (Crusher Machine) উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, তবে এই ঘটনায় (Dog Meat in Momo) জনসাধারণের মধ্যে মোমো ও অন্যান্য ফাস্ট ফুডের গুণমান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন। তাই বাইরের খাবার গ্রহণের আগে অবশ্যই তার গুণমান যাচাই করা জরুরি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT