নিউজ পোল ব্যুরো: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই পূর্বতন রাষ্ট্রপতি জো বাইডেনকে (Joe Biden) কাঠগড়ায় তোলার বিন্দুমাত্র সুযোগও ছাড়ছেন না ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর এবারে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোরের (Butch Wilmore) পৃথিবীতে ফেরার প্রসঙ্গও বাদ দিলেন না। এই প্রসঙ্গেও পূর্বসূরি বাইডেনকে কটাক্ষ করলেন ট্রাম্প।
আরও পড়ুনঃ Sunita Williams: পৃথিবীতে ফিরে কেমন আছেন সুনীতা?
মঙ্গলবার ভোররাতে পৃথিবীতে ফিরেছেন ৯ মাস ধরে মহাকাশে আটকে থাকা নাসার (NASA) দুই নভোচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর। ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ তাঁদের নিয়ে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে এলন মাস্কের সংস্থা ‘স্পেসএক্সে’র (SpaceX) মহাকাশযান। এই ঘটনায় আনন্দ প্রকাশ করে ট্রাম্প বলেন, “যখন আমি ক্ষমতায় আসি তখনই এলনকে বলেছিলাম যে তাঁদের ফিরিয়ে আনতে হবে। যে কথা দিয়েছিলাম। সেই কথা রেখেছি।”
আরও পড়ুনঃ Sunita Williams : ঘুচল ৯ মাসের বন্দিদশা, কীভাবে পৃথিবীর বুকে অবতরণ সুনীতাদের?
এরপরই পূর্বতন রাষ্ট্রপতি জো বাইডেনের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন ট্রাম্প। উল্লেখ্য, গত বছর জুন মাসে সুনীতা (Sunita Williams) এবং বুচ যখন বোয়িং স্টারলাইনারে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সেই সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন বাইডেন। মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশে আটকা পড়ে যান দুই নভোচারী। একাধিকবার চেষ্টা করেও তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সেই দিনগুলি মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “বাইডেন ওঁদেরকে (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। আমি এলন মাস্ককে ওঁদের ফিরিয়ে আনার অনুরোধ করেছিলাম। ওঁরা ফিরেছেন।” পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না দুই মহাকাশচারী। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিভৃতাবাসে পাঠানো হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এরপর সুনীতা এবং বুচকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হবে।”