নিউজ পোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট রেলস্টেশন সংলগ্ন সুকান্ত পল্লী এলাকায় (Basirhat News) চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার (Fake Nursing Institute) খুলে কয়েকশো ছাত্র-ছাত্রীকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এক সংঘবদ্ধ চক্র।অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত পি. কে. চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি বহু বছর ধরে একটি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালাচ্ছিলেন। সেখানে ছাত্র-ছাত্রীদের RMM, AMM, Para Medical Nursing-এর মতো বিভিন্ন কোর্স করানোর নাম করে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। ট্রেনিং শেষে ভুয়ো সার্টিফিকেট প্রদান করা হতো, যেখানে MBBS ডাক্তারদের নকল স্বাক্ষর (Fake Doctor’s Signature) পর্যন্ত ব্যবহার করা হতো।
আরও পড়ুন:- Water Crisis : তীব্র জল সংকট, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে
শুধু বসিরহাট নয়, অভিযুক্তের আরও বেশ কয়েকটি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার রয়েছে। উত্তর ২৪ পরগনার বিরাটি (Birati), সন্দেশখালি (Sandeshkhali), ন্যাজাট (Nazat), হাসনাবাদ (Hasnabad), বসিরহাট (Basirhat)-সহ একাধিক স্থানে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে (Basirhat News)নেওয়া হয়েছে। যখন প্রতারণার ঘটনা সামনে আসে, তখন ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। দেখা যায়, তার বাড়ির সামনে তালা ঝুলছে, এবং সেখানে পোস্টার লাগানো রয়েছে যেখানে লেখা— “বিধায়কের নির্দেশে আপাতত নার্সিং ট্রেনিং সেন্টার বন্ধ রাখা হলো”। এরপর ভুক্তভোগীরা বসিরহাট সাইবার ক্রাইম থানায় (Cyber Crime Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই ঘটনার (Basirhat News) পর থেকেই অভিযুক্ত পি. কে. চট্টোপাধ্যায় (P. K. Chatterjee) পলাতক। তার মোবাইল ফোন বন্ধ, এবং তার বাড়িতেও কেউ নেই বলে জানা গিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, তার সঙ্গে হয়তো আরও বড় কোনো প্রভাবশালী চক্র যুক্ত রয়েছে। এই প্রতারণার ঘটনায় বসিরহাটের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার আতঙ্কিত। সকলেই চাইছেন, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে, এবং প্রতারিত ছাত্র-ছাত্রীদের ন্যায়বিচার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT