Farmers Training: কৃষকদের আধুনিক প্রশিক্ষণ দিল উদ্যানপালন বিভাগ

জেলা প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকদের (Farmers Training) জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে উদ্যান পালন (Horticulture) বিভাগের উদ্যোগে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মশালা ১৮ ও ১৯ মার্চ বালুরঘাটের বালুছাড়া সভাগৃহে অনুষ্ঠিত হয়। কৃষকদের শুধু ধান ও পাটের মতো প্রচলিত চাষের মধ্যে সীমাবদ্ধ না রেখে, সবজি ও অন্যান্য লাভজনক ফসল চাষে (Vegetable Cultivation) উৎসাহিত করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ Rat Killer: ইঁদুরের দৌরাত্ম্য? ঘরোয়া উপায়ে তাড়ান চিরতরে

এই কর্মশালার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক (District Magistrate) বিজিন কৃষ্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা সহ অন্যান্য প্রশাসনিক ও কৃষি দপ্তরের আধিকারিকরা। কর্মশালার মূল আলোচনার বিষয়বস্তু ছিল আধুনিক উদ্যানপালন প্রযুক্তি, লাভজনক সবজি চাষের কৌশল এবং সরকারি সহায়তা। জেলার শতাধিক কৃষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞরা আধুনিক পদ্ধতিতে চাষের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, যার মাধ্যমে কৃষকরা (Farmers Training) তাদের আয় বাড়ানোর বিকল্প পথ খুঁজে নিতে পারেন। কর্মশালায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় টমেটো, বেগুন, মরিচ, শিম, লাউ, পেঁপে ও অন্যান্য লাভজনক ফসলের চাষ পদ্ধতির উপর।

এছাড়া, জৈব চাষ (Organic Farming), সংরক্ষিত চাষের পদ্ধতি (Protected Cultivation) যেমন পলিহাউস ও শেডনেট হাউস প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। আধুনিক সেচ ব্যবস্থাপনা (Modern Irrigation System) ও সার ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কেও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কেও সচেতন করা হয়, যার মাধ্যমে তারা সহজ শর্তে আর্থিক সহায়তা ও ভর্তুকি পেতে পারেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কৃষি-সহায়ক কর্মসূচির মাধ্যমে কিভাবে কৃষকরা উপকৃত হতে পারেন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা এই কর্মশালাকে অত্যন্ত উপকারী বলে মত প্রকাশ করেন। তারা মনে করছেন, আধুনিক উদ্যানপালন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ পেলে তারা চাষাবাদে আরও লাভজনক ফলাফল পেতে পারেন। জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক রাজীব দাস জানান, ‘‘এই কর্মশালার মূল উদ্দেশ্য কৃষকদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো।’’ এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা নিয়মিত আয়োজন করা হলে কৃষকরা তাদের চাষাবাদে নতুন মাত্রা যোগ করতে পারবেন এবং আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।