Tanmay Srivastava: আইপিএলে ফিরছেন কোহলিদের বিশ্বকাপজয়ী দলের সদস্য

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: সালটা ২০০৮। আজকের তারকা বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাদেজারা (Ravindra Jadeja) তখন অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ (2008 U-19 Cricket World Cup) খেলছেন। চ্যাম্পিয়ন হয়েছিল ভারত (Indian Cricket Team)। খেতাব উঠেছিল সেদিনের অধিনায়ক বিরাট কোহলির হাতে। জন্ম হয়েছিল কোহলি, জাদেজা, মণীশ পান্ডে (Manish Pandey), সৌরভ তিওয়ারিদের (Saurabh Tiwari) মত একঝাঁক উঠতি ক্রিকেটারদের। তার মধ্যে থেকে কতজন হারিয়ে গেছেন আর কিছুজন টিকে গেছেন স্বমহিমায়। অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী সেই দলের মধ্যে শুধুমাত্র বিরাট, জাদেজা এবং মণীশ পান্ডেই এখন‌ও আইপিএল (IPL) খেলছেন। কিন্তু এইবছর তাঁদের আরও একজন পুরনো সতীর্থ ফিরছেন আইপিএলে (IPL 2025)। তিনি তন্ময় শ্রীবাস্তব (Tanmay Srivastava)। তবে খেলোয়াড় বা কোচ হিসেবে নয় তাঁকে দেখা যাবে নতুন ভূমিকায়।

আরও পড়ুন: IPL 2025: বঙ্গ আম্পায়ার পেলেন বড় দায়িত্ব

২০০৮ সালের যুব বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী তন্ময় শ্রীবাস্তবকে (Tanmay Srivastava) এবার আইপিএলে দেখা যাবে আম্পায়ারের ভূমিকায়। সম্প্রতি বিসিসিআইয়ের আম্পায়ারিং কোর্স সম্পূর্ণ করেছেন তিনি। মাত্র দু’বছরে লেভেল-২ অতিক্রম করেছেন। তবে এখন‌ই অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হচ্ছে না তাঁকে। ২০২০ সালে ক্রিকেট জীবন থেকে অবসর নেন তন্ময়। তিনিই প্রথম ক্রিকেটার যিনি আইপিএল খেলার পাশাপাশি আম্পায়ারিংয়ের দায়িত্ব‌ও সামলাবেন।

অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ২০০৮ -এ ৬টি ম্যাচে ৫২.৪০ গড়ে ২৬২ রান করেছিলেন তন্ময় (Tanmay Srivastava)। হাফ-সেঞ্চুরি ছিল দুটি। সর্বোচ্চ অপরাজিত ৮৩। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতের হয়ে সব থেকে বেশি রান ছিল তাঁর। ৪৬ রান করেন তন্ময়। ফাইনালে কোহলি মাত্র ১৯ রান করে আউট হয়ে যান। সারা টুর্নামেন্টে তাঁর সংগ্রহে ছিল ২৩৫ রান। যুব বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের ফলে কিংস ইলেভেন পাঞ্জাব দলে নেয় তন্ময় শ্রীবাস্তবকে। তবে খুব বেশিদিন আইপিএল খেলেননি তিনি। মাত্র ৭টি ম্যাচ খেলেন পাঞ্জাবের হয়ে। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশ হয়ে ৯০টি প্রথম শ্রেণীর ম্যাচে ১০টি শতরান ও ২৭টি অর্ধশতরান সহ ৪৯১৮ রানের মালিকের ঠাঁই হয়নি জাতীয় দলে। ২০২০ সালে উত্তরপ্রদেশ ছেড়ে উত্তারখন্ডে গেলেও ৩০ বছর বয়সে সবধরণের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ক্রিকেট ছাড়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌র হয়ে স্কাউটের দায়িত্ব‌ও পালন করেছেন তন্ময় (Tanmay Srivastava)। এছাড়াও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে কোচিংয়ে‌ও লেভেল-২ পাশ করেন তিনি। এনসিএ’র অনূর্ধ্ব-১৬ এবং জম্মু-কাশ্মীর দলের ফিল্ডিং কোচ হিসেবে‌‌ও কাজ করেছেন এই বাঁ হাতি ব্যাটার। পরে সিদ্ধান্ত নেন আম্পায়ারিংয়ে আসার। এবার খেলোয়াড় হিসেবে না হলেও পুরনো সতীর্থদের সঙ্গে আইপিএলে পুনর্মিলিত হবেন তিনি।