নিউজ পোল ব্যুরো: ভারতীয় রেল (Indian Railways) ধীরে ধীরে আধুনিক হচ্ছে। পরিষেবা উন্নত হয়েছে, বেড়েছে ট্রেনের সংখ্যা, আর যাত্রীদের সুবিধাও এখন অনেক বেশি। কিন্তু প্রশ্ন থেকেই যায়— ট্রেন কি নির্ধারিত সময়ে পৌঁছয় গন্তব্যে? যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কি না? এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্প্রতি সংসদে (Parliament) পেশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন: Road Accident: পথ দুর্ঘটনায় আইনজীবীর মর্মান্তিক মৃত্যু
রেলমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ভারতীয় রেলে মোট ৬৮টি ডিভিশন (Railway Division) রয়েছে। এর মধ্যে ৪৯টি ডিভিশনে ট্রেনের সময়ানুবর্তিতা ৮০ শতাংশের বেশি। এমনকি, ১২টি ডিভিশনে ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছানোর হার ৯৫ শতাংশেরও বেশি। আর সবচেয়ে এগিয়ে রয়েছে গুজরাটের ভাবনগর ডিভিশন , যেখানে ট্রেনের সময়ানুবর্তিতার হার ৯৯.৬ শতাংশ। অর্থাৎ, এই ডিভিশনের ট্রেনগুলি প্রায় সঠিক সময়েই স্টেশনে পৌঁছে যায়। বাংলার অন্যতম ব্যস্ত শিয়ালদহ ডিভিশন সময়ানুবর্তিতার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। এখানে ট্রেন সময়ানুবর্তিতার হার ৯৮ শতাংশ, যা দেশের মধ্যে অন্যতম সেরা। এছাড়াও আলিপুরদুয়ার ডিভিশনে ট্রেন সময়ানুবর্তিতার হার ৯৪.৪ শতাংশ। বদোদরা ডিভিশনে সেই হার ৯৩.২ শতাংশ।
বাংলার অন্যান্য গুরুত্বপূর্ণ ডিভিশনগুলিও বেশ ভালো অবস্থানে রয়েছে। হাওড়া ডিভিশন-এ সময়ানুবর্তিতার হার ৮৫.৭ শতাংশ, আসানসোল ডিভিশন-এ ৮৬.১ শতাংশ, এবং মালদা ডিভিশন-এ তা ৮৮.১ শতাংশ। অর্থাৎ, বাংলার বেশিরভাগ গুরুত্বপূর্ণ ডিভিশনে ট্রেন প্রায় সময়মতোই চলাচল করছে, যা যাত্রীদের জন্য স্বস্তির খবর। শুধু সময়ানুবর্তিতাই নয়, সংসদে রেলমন্ত্রী দেশের মোট ট্রেন চলাচলের পরিসংখ্যানও তুলে ধরেছেন। তিনি জানান, বর্তমানে ভারতীয় রেলে প্রতিদিন প্রায় ১৩,০০০টি যাত্রীবাহী ট্রেন (Passenger Trains) চলাচল করে। এর মধ্যে—
•মেল ও এক্সপ্রেস ট্রেন: ৪,১১১টি
•প্যাসেঞ্জার ট্রেন: ৩,৩১৩টি
•শহরতলি লোকাল ট্রেন: ৫,৭৭৪টি
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ভারতীয় রেলের (Indian Railways) আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত উন্নয়নের কারণে যাত্রী পরিষেবা এখন অনেক ভালো হয়েছে। সময়ানুবর্তিতা যেমন বেড়েছে, তেমনি স্টেশনে ট্রেনের বিলম্ব হওয়ার ঘটনা কমেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, রেলের ডিজিটালাইজেশন (Railway Digitalization), এবং স্টেশন ম্যানেজমেন্টে (Station Management) উন্নতি হওয়ায় এখন ভারতীয় রেলে ভ্রমণ আরও স্বস্তিদায়ক। রেলমন্ত্রীর দেওয়া এই পরিসংখ্যান স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে ভারতীয় রেল এখন শুধুমাত্র পরিকাঠামো বা ট্রেনের সংখ্যা বাড়ানোয় জোর দিচ্ছে না, বরং ট্রেনগুলির সময়মতো চলাচল নিশ্চিত করতেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এই উদ্যোগ ভবিষ্যতে আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে।