নিউজ পোল ব্যুরো: আগামী ২২ মার্চ থেকে কলকাতা মেট্রোর (Kolkata Metro) গ্রিন লাইনের (Green Line) পরিষেবা প্রতি রবিবারে (Sunday) সম্পূর্ণ বন্ধ থাকবে, এবং এটি আপাতত চলতে থাকবে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) পক্ষ থেকে বুধবার (Wednesday) এই ঘোষণা করা হয়েছে। যদিও এই ব্লকটি কতদিন চলবে বা কবে এটি প্রত্যাহার করা হবে, তা এখনও কর্তৃপক্ষ জানায়নি।
ইতিমধ্যেই গ্রিন লাইনে (Green Line) পাওয়ার ব্লকের মাধ্যমে সিগন্যালিং সংক্রান্ত কাজের কিছু ধাপ সম্পন্ন হয়েছে, এবং আবারও ওই কাজটি চলবে। এই কারণে আগামী রবিবার (Sunday) থেকে প্রতিটি রবিবার Communication Based Train Control (CBTC) সিস্টেমের কাজ চালানোর জন্য গ্রিন লাইনের (Green Line) পরিষেবা বন্ধ রাখা হবে। ফলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন:New Regulation: লিকার অন শপ ও বারে মহিলাদের উপস্থিতি
মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গ্রিন লাইনের ১ নম্বর এবং ২ নম্বর পরিষেবা প্রতি রবিবার বন্ধ থাকবে। যদিও রবিবার দিনটি সাধারণত যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, তবুও যাত্রীদের সমস্যা এড়াতে ওই রুটে পর্যাপ্ত বেসরকারি বাসের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইন, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত, প্রতি রবিবারের মতো স্বাভাবিক পরিষেবা প্রদান করবে। এছাড়া ফেরি পরিষেবাও নিয়মিত থাকবে, এবং প্রয়োজন হলে তার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত (Decision) নেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এছাড়া, উল্টোডাঙা থেকে সল্টলেক সেক্টর ফাইভ, নিউটাউন, হাওড়া এবং শিয়ালদার মধ্যে শাটল গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদের অবগতির জন্য মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই পাওয়ার ব্লক সম্পর্কিত তথ্য জানিয়ে দিয়েছে। সমস্ত স্টেশনে বিজ্ঞপ্তি ঝোলানো হয়েছে, এবং মেট্রোর ডিজিটাল ডিসপ্লে, সোশ্যাল মিডিয়া ও মেট্রোর ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ব্লকটি মূলত ইস্ট ওয়েস্ট মেট্রো নেটওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ সিগন্যালিং প্রযুক্তি, CBTC সিস্টেম, পরীক্ষার অংশ হিসেবে চলছে। এই সিস্টেমের মাধ্যমে মেট্রো ট্রেনের গতিবিধি এবং যাত্রীদের নিরাপত্তা আরও উন্নত হবে। তাই এই কাজটি অত্যন্ত জরুরি এবং এর জন্য মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সাময়িক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।