Malda: মাদক উদ্ধারে প্রশাসনের তৎপরতা, গ্রেফতার ২

breakingnews অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: বাগডোগরায় আবারও মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ এশিয়ান হাইওয়ে (Asian Highway) সংলগ্ন সিংহিঝোড়া এলাকায় অভিযান চালায়। মাদক হাতবদলের আগেই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতরা মালদা (Malda) থেকে নিষিদ্ধ মাদক (Drugs) সংগ্রহ করে শিলিগুড়ি (Siliguri) সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা করেছিল।

আরও পড়ুন: Bonus: সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা, কারা পাবেন এই সুবিধা?

মঙ্গলবার রাতেই বাগডোগরা (Malda) থানার একটি বিশেষ দল অভিযানে নামে। ওই দুই পাচারকারী বাগডোগরা এলাকায় দাঁড়িয়ে ছিল মাদক (Narcotics) ক্রেতার জন্য, ঠিক তখনই পুলিশ তাদের ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে মোট ১০৩ গ্রাম মাদক উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, এই মাদক শিলিগুড়ি সহ অন্যান্য শহরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন মহিলা, নাম তাসলিমা খাতুন (Taslima Khatun), তিনি নকশালবাড়ি (Naxalbari) এলাকার বাসিন্দা। অপরজন মোহাম্মদ আনসারুল (Mohammad Ansarul), যিনি ফাঁসিদেওয়া (Phansidewa) এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকতে পারে বলে পুলিশ মনে করছে। তবে, এই বিষয়ে তদন্ত চলছে।

ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার (Drug Trafficking) সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Sub-Divisional Court) পেশ করা হবে। তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদকের বড় কোনও নেটওয়ার্কের (Drug Syndicate) অংশ কিনা। উত্তরবঙ্গে (North Bengal) মাদক পাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। মালদা থেকে শিলিগুড়ি হয়ে অন্যান্য রাজ্যে (Interstate Drug Smuggling) নিষিদ্ধ মাদক পৌঁছে দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এর আগেও একাধিকবার বাগডোগরা (Bagdogra) ও তার আশপাশের এলাকায় পুলিশ বড়সড় মাদক চক্র ফাঁস করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং গোটা ঘটনার সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বাগডোগরা থানার পুলিশ এই ঘটনার গভীর তদন্ত শুরু করেছে এবং আরও বড়সড় চক্রের সন্ধান পেতে অভিযানে নেমেছে। মাদক পাচার রুখতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হবে বলে জানা গিয়েছে।