Manosi Sengupta: দ্বিতীয়বার মাতৃত্বের সুখবর দিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: টলিউড (Tollywood) অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta) ফের একবার মাতৃত্বের সুখবর দিলেন। জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Nim Phuler Modhu)-তে তার দাপুটে অভিনয়ের জন্য দর্শকদের মধ্যে ইতিমধ্যেই বেশ পরিচিত তিনি। এবার ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেত্রী। ঘর আলো করে এল একরত্তি পুত্রসন্তান!বুধবার সকালেই নিজের ফেসবুক (Facebook) পেজ থেকে এক বিশেষ ছবি পোস্ট করেন মানসী। সেখানে দেখা যাচ্ছে, নীল রঙা ছোট্ট দুটি পায়ের ছাপ ও পাশে একটি হৃদয়ের (Heart) চিহ্ন। সেই ছবির সঙ্গেই স্পষ্ট বার্তা, “It’s a Boy”— অর্থাৎ মানসী সেনগুপ্ত এবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন! এই সুখবর পাওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টে। কমেন্ট বক্স ভরে গিয়েছে বন্ধু-বান্ধব, সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়। সবাই একসুরে প্রার্থনা করেছেন মা ও নবজাতকের সুস্থতার জন্য।

আরও পড়ুন:- Karishma-Jaya: জয়ার এক শর্তেই বদলে গিয়েছিল করিশ্মার জীবন!

সম্প্রতি অভিনেত্রী (Manosi Sengupta) আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই একটি ভিডিও (Video) পোস্ট করেছিলেন তিনি। তবে তখনও কেউই আঁচ করতে পারেননি যে খুব শিগগিরই এমন সুখবর আসতে চলেছে! অবশেষে বুধবার সকালে নিজেই মাতৃত্বের আনন্দ ভাগ করে নিলেন তিনি। প্রসঙ্গত, মানসীর আগে থেকেই একটি কন্যাসন্তান রয়েছে। এবার তার সংসারে নতুন অতিথি হিসেবে এল এক পুত্রসন্তান। ফলে নতুন সদস্যকে নিয়ে আনন্দ দ্বিগুণ অভিনেত্রীর পরিবারে। ক্যারিয়ারের শুরুতে মডেলিং (Modeling) দুনিয়ায় পা রাখেন মানসী সেনগুপ্ত। এরপর তিনি টেলিভিশনে সঞ্চালনার (Anchoring) কাজও করেছেন। তবে তার মূল পরিচিতি আসে অভিনয় জগত থেকে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

শুধু অভিনয় নয়, মানসী সেনগুপ্ত বর্তমানে ব্লগিং (Blogging)-এর দুনিয়াতেও বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেন তিনি। নতুন সদস্যকে নিয়ে এখন আনন্দে মেতে রয়েছেন মানসী সেনগুপ্ত (Manosi Sengupta) ও তার পরিবার। টলিউডের বহু তারকাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে অভিনেত্রী তার ছোট্ট ছেলের প্রথম ঝলক প্রকাশ্যে আনবেন! এই নতুন অধ্যায়ের জন্য মানসীকে অনেক শুভেচ্ছা! মা ও নবজাতক সুস্থ থাকুন, এটাই সকলের কামনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT