New Regulation: লিকার অন শপ ও বারে মহিলাদের উপস্থিতি

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: বার কাম রেস্তোরাঁ নিয়ে নতুন নিয়ম (New Regulation) প্রবর্তন করেছে রাজ্য সরকার। সম্প্রতি বিধানসভায় পাস হওয়া একটি বিলের মাধ্যমে মহিলাদের জন্য নতুন কর্মসংস্থান (Employment) সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই বিলের মাধ্যমে এবার থেকে বার-কাম-রেস্তোরাঁ (Bar cum restaurant) বা লিকার-অন-শপে মহিলাদের বসা বা কাজ করা নিষিদ্ধ আর নয়। রাজ্য সরকারের (State Government) এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এটি সমাজে নারী-পুরুষ বৈষম্য (Gender discrimination) কমানোর চেষ্টা হিসেবে চিহ্নিত হচ্ছে।

আরও পড়ুন:Siliguri: শিলিগুড়ি আর্ট ফেয়ার ২০২৫! শিল্পের রাজ্যে এক বিশেষ আকর্ষণ

মহিলাদের জন্য এমন নতুন পদক্ষেপ (New Regulation) প্রবর্তন দেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আগেও বিভিন্ন রাজ্যে, যেমন মুম্বাই (Mumbai) বা দিল্লি (Delhi), বার ও রেস্তোরাঁর (Restaurant) কাউন্টারে মহিলাদের বসতে দেওয়া হতো। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন এমন কোনও নিয়ম ছিল না, যার কারণে মহিলাদের এই জায়গাগুলিতে উপস্থিতি ছিল সীমিত। বিধানসভায় পাশ হওয়া নতুন অর্থনৈতিক বিলে তা বদলানো হয়েছে।

বিলটির আওতায়, আর কোনো প্রকার বৈষম্য থাকছে না। অর্থাৎ, ভবিষ্যতে বার-কাম-রেস্তোরাঁ বা লিকার-অন-শপে মহিলাদের জন্য কাজের সুযোগ খোলা থাকবে। তবে, পুরনো নিয়ম অনুসারে পাড়ার ছোট মদের দোকানে এই প্রথা বহাল থাকবে। এই উদ্যোগকে মহিলাদের প্রতি একধরণের সমতার সম্মান এবং অধিকারের প্রতি নজর দেওয়া হিসেবেই দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

তৃণমূল কংগ্রেসের (TMC) শাসনকালে রাজ্য সরকার মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষা এবং সমতার উপর গুরুত্ব দিয়েছে। দেশের মধ্যে তৃণমূলের (TMC) সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছে এবং তারা মহিলাদের জন্য অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এই নতুন নিয়মের (New Regulation) মাধ্যমে মহিলাদের কর্মক্ষেত্রে আরও আধিকারিক সুবিধা এবং নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ (Important steps) নেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সর্বোপরি, এই নতুন পদক্ষেপটি শুধু মহিলাদের কর্মসংস্থানেই সীমাবদ্ধ নয়, এটি পুরুষদের তুলনায় মহিলাদের সমান অধিকার এবং সুবিধার প্রতি এক বড় পদক্ষেপ।