নিউজ পোল ব্যুরো: ‘আত্মহত্যার চেষ্টা’ নিউ টাউনে (New Town) ! বুধবার ভরদুপুরে নিউটাউনে (New Town) আত্মহত্যার চেষ্টা তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এক যুবকের। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন আত্মহত্যার চেষ্টা,তদন্তে নেমেছে পুলিশ।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
পুলিশ সূত্রে খবর, বয়স চল্লিশের ওই যুবকের নাম দ্বৈপায়ন ভট্টাচার্য। এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। বুধবার দুপুরে ওই তথ্যপ্রযুক্তি সংস্থার বিল্ডিংয়ের ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে নিউ টাউন অ্যাকশন এরিয়া-১ এলাকায়।
আরও পড়ুন: Rhino Census: গরুমারায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ
প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার মধ্যাহ্নভোজের পর হঠাৎ বহুতলের ছ’তলা থেকে ঝাঁপ দেন দ্বৈপায়ন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন অন্যান্য কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।
সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, কেন সে আত্মহত্যার চেষ্টা করেছে। পাশাপাশি তাঁর সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর,
আরও জানা গিয়েছে যে আইটি কর্মী দ্বৈপায়ন ভট্টাচার্য মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। তবে সেই কারণেই তিনি আত্মহত্যা চেষ্টা করেছেন কি না তা এখনও স্পষ্ট নয়। আজকের ‘কর্পোরেট সংস্কৃতি’র যুগে কাজের অত্যধিক চাপও এই ঘটনার নেপথ্য কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে দেহ পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই সঠিক কারণ জানা যাবে ।