New Zealand Scholarship: ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল ইন্টার্নশিপ!

আন্তর্জাতিক দেশ শিক্ষা

নিউজ পোল ব্যুরো: নিউজিল্যান্ড সরকার ভারতীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি, নিউজিল্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস (New Zealand Excellence Awards – NZEA) ২০২৫ এর অধীনে ২৬০,০০০ নিউজিল্যান্ড ডলারের আংশিক বৃত্তি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল ইন্টার্নশিপ (Virtual Internship Program) চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের নিউজিল্যান্ডের কর্মসংস্কৃতি ও শিল্প অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। এই বৃত্তি প্রোগ্রাম (Scholarship Program) নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার (New Zealand Scholarship) সুযোগ তৈরি করবে। এতে বিশেষভাবে উপকৃত হবে তারা, যারা গুণগত শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করতে চায়।

আরও পড়ুন:- AI Sector: বিশ্বে এআই কর্মসংস্থানে বিপুল সুযোগ, তবে কী প্রস্তুতি?

নিউজিল্যান্ড সরকার IIT দিল্লির ৩০ জন শিক্ষার্থীর জন্য এক নতুন ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে, যেখানে তারা নিউজিল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। এই দূরবর্তী ইন্টার্নশিপ (Remote Internship) শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে এবং নিউজিল্যান্ডের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড (Industry Standard) সম্পর্কে অন্তর্দৃষ্টি দেবে।একাডেমিক বিনিময় (Academic Exchange) বাড়াতে নিউজিল্যান্ড এবং ভারত একাধিক সমঝোতা স্মারক (MoU – Memorandum of Understanding) স্বাক্ষর করতে চলেছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের গতিশীলতা (Student Mobility) বৃদ্ধি, যৌথ গবেষণা (Collaborative Research), এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও উন্নত হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

আইআইটি দিল্লিতে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন (Christopher Luxon) এই ঘোষণা দেন। একইসঙ্গে, নিউজিল্যান্ড সেন্টার (New Zealand Centre) উদযাপন করা হয়, যা নিউজিল্যান্ডের সব বিশ্ববিদ্যালয়কে একত্রিত (New Zealand Scholarship) করে এবং আইআইটি দিল্লির সঙ্গে গবেষণা ও শিক্ষা সহযোগিতা উন্নত করতে সহায়তা করে। এই সহযোগিতার আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence – AI), স্থায়িত্ব (Sustainability), দুর্যোগ স্থিতিস্থাপকতা (Disaster Resilience), এবং উন্নত প্রকৌশল (Advanced Engineering)-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা চলছে। উল্লেখযোগ্যভাবে, ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় (University of Canterbury) এবং IIT দিল্লি জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য ভূ-স্থানিক তথ্য (Geospatial Data) ব্যবহার করছে। এই গবেষণা ভারতের জাতীয় টেকসই লক্ষ্যের (National Sustainability Goals) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সান বলেন, “নিউজিল্যান্ড এবং ভারত পারস্পরিক শিক্ষা অংশীদারিত্ব ভাগ করে নেয়, যা একাডেমিক উৎকর্ষতা (Academic Excellence) এবং সাংস্কৃতিক বিনিময়ের (Cultural Exchange) ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিশ্বায়নের এই যুগে, শিক্ষার্থীদের আন্তর্জাতিক দক্ষতা (Global Skills) অর্জনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”নিউজিল্যান্ড সরকারের এই উদ্যোগ ভারতীয় শিক্ষার্থীদের (New Zealand Scholarship) জন্য এক অসাধারণ সুযোগ তৈরি করেছে। উচ্চশিক্ষা, গবেষণা ও শিল্প সংযোগকে এগিয়ে নিতে NZEA 2025 Scholarship এবং Virtual Internship Program গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ভবিষ্যৎ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার (Global Career) গঠনে সহায়ক হবে।