নিউজ পোল ব্যুরো: গরমের ছুটিতে পাহাড়ের স্নিগ্ধ পরশ আর প্রকৃতির নিবিড় সান্নিধ্য উপভোগ করতে চাইলে উত্তরবঙ্গের (North Bengal) অনেক জায়গাই হতে পারে আপনার পছন্দের তালিকায়। তবে যদি একটু নিরিবিলি পরিবেশ চান, (Offbeat Travel) যেখানে পর্যটকদের ভিড় কম, তাহলে সামসিং (Samsing) হতে পারে আদর্শ গন্তব্য। শিলিগুড়ি (Siliguri) থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম সবুজের মোড়কে মোড়ানো এক শান্তিপূর্ণ জায়গা। মাত্র ৭৫০ মিটার উচ্চতায় অবস্থিত হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো। সামসিং মূলত তার চা বাগানের (Tea Garden) জন্য বিখ্যাত। পাহাড়ের ঢালে বিস্তীর্ণ চা বাগানের মধ্যে দিয়ে হাঁটলে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যাবে। শীতকালে এলে এখানকার কমলালেবুর (Orange Orchards) বাগানও দেখতে পারবেন, যা এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। যদিও গ্রীষ্মকালেও এর সৌন্দর্য উপভোগের জন্য যথেষ্ট উপযুক্ত সময়।

আরও পড়ুন:- Offbeat Destination: অফবিট ট্রিপের স্বাদ নিতে চলুন ‘খড়কাগাওঁ’
সামসিং-এর পাশ দিয়ে বয়ে চলেছে মুক্তি নদী (Mukti River)। নদীর পাড় ধরে প্রায় ২ কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাবেন রকি আইল্যান্ড (Rocky Island)। বিশাল বিশাল পাথরের মাঝে বয়ে চলা স্বচ্ছ নদীর জল, পাখির ডাক (Offbeat Travel) আর পাহাড়ি বাতাস মিলে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। যারা একটু অ্যাডভেঞ্চার (Adventure) ভালোবাসেন, তারা এখানে ক্যাম্পিং (Camping) বা ট্রেকিং (Trekking) করতে পারেন।সামসিং-এর কাছেই রয়েছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান (Neora Valley National Park), যা বন্যপ্রাণী প্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয়। এটি বিভিন্ন বিরল প্রজাতির পাখি ও পশুর আশ্রয়স্থল। এছাড়া, সামসিং থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে রয়েছে সানতালেখোলা (Suntalekhola)। এখানে ঘন জঙ্গল, ছোট ছোট ঝর্ণা এবং শান্ত পরিবেশ আপনার মনকে প্রশান্তি দেবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

কীভাবে যাবেন সামসিং?
ট্রেনে এলে নিউ মাল জংশন (New Mal Junction) পর্যন্ত আসতে হবে, সেখান থেকে গাড়িতে মাত্র ৪৫ মিনিটের পথ সামসিং। শিলিগুড়ি থেকে সরাসরি গাড়ি নিয়ে আসতে পারেন। চাইলে শেয়ার গাড়িতে চালসা (Chalsa) আসতে পারেন, সেখান থেকে আলাদা গাড়ি নিয়ে সামসিং পৌঁছানো যায়। প্রাইভেট ক্যাব (Private Cab) ভাড়ায় নিলেও সহজেই এখানে পৌঁছানো সম্ভব।
থাকার ব্যবস্থা (Where to Stay)
সামসিং-এ থাকার জন্য বন দপ্তরের লজ (Forest Lodge) রয়েছে, যা আগে থেকে বুকিং করে নিতে হয়। এছাড়া সানতালেখোলাতেও (Suntalekhola) থাকার জন্য বেশ কিছু ভালো রিসর্ট ও হোমস্টে (Homestay) আছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

যারা ডুয়ার্সের (Dooars) ব্যস্ত ও জনপ্রিয় পর্যটনকেন্দ্রের পরিবর্তে একটু নিরিবিলি ও প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান, (Offbeat Travel) তাদের জন্য সামসিং একদম পারফেক্ট। গ্রীষ্মের গরম থেকে মুক্তি পেতে এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে কয়েকটা দিন নিরিবিলিতে কাটানোর জন্য সামসিং হতে পারে আপনার পরবর্তী গন্তব্য!