নিউজ পোল ব্যুরো: থাকার কথা ছিল মাত্র ৮দিন সেখানে মহাকাশে কাটালেন ৯ মাস। দীর্ঘ প্রতীক্ষার শেষে ভারতীয় সময় আজ ভোর পৃথিবীর মাটিতে পা রেখেছেন নাসার (NASA) দুই নভোচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)। তাঁদের ফেরা লাইভ দেখেছিয়েছে নাসা। গোটা বিশ্বের নজর ছিল এই ঘটনার দিকে। নাসার দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরের প্রত্যাবর্তনে ও ভারতীয় বংশোদ্ভূত কন্যার কীর্তিতে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরে ফেরার উচ্ছ্বাসে করলেন টুইট।
বুধবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই সুনীতা-সহ নভোচরদের অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গেই তাঁদের নিরাপদে ফেরানোর জন্য টিমটিকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, “ওয়েলকাম ব্যাক, ক্রু৯! পৃথিবী তোমাদের মিস করছিল।”
আরও পড়ুনঃ Sunita Williams : ঘুচল ৯ মাসের বন্দিদশা, কীভাবে পৃথিবীর বুকে অবতরণ সুনীতাদের?
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে অনেক দিন পর অবশেষে এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম। আমাদের ভারতের কন্যা আমাদের কাছে ফিরে এসেছেন, এবং আমরা গভীরভাবে আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা বুচ উইলমোরের জন্যও গভীরভাবে আনন্দিত। তাদের সাহসকে স্বাগত জানাই, তাদের প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানাই, মানবিক গৌরবের শুভেচ্ছা জানাই! আমি উদ্ধারকারী দলকে তাদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানাই।”
তাঁদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “সুনীতা উইলিয়ামস ও ক্রু৯ মহাকাশচারীরা আরও একবার দেখালেন যে অধ্যবসায়ের আসল অর্থ কী। অজানার সম্মুখীন হয়েও যে একাগ্রতা দেখিয়েছেন, তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেছেন, “মহাকাশ গবেষণা হল মানুষের সম্ভাবনার সীমাকে পার করা, স্বপ্ন দেখার সাহস দেখানো এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা। সুনীতা উইলিয়ামস, একজন আইকন, তিনি এই নিজের কেরিয়ারকে উদাহরণ হিসাবে রেখে গিয়েছেন। যারা তাদের (সুনীতা ও বুচ) নিরাপদভাবে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা তাদের উপর গর্বিত। তারা দেখিয়ে দিয়েছেন যে নির্ভুলতার সঙ্গে প্যাশন এবং প্রযুক্তির সঙ্গে দৃঢ়তা মিলে গেলে কী হয়।” উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২৮৬ দিনের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে নিরাপদেই ফিরেছেন নাসার (NASA) দুই নভোচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)। বুধবার ভোর ৩টে ২৭ নাগাদ এলন মাস্কের মহাকাশযান তাঁদের নিয়ে ফ্লোরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরে অবতরণ করেছে বলে জানা গিয়েছে। ১৭ ঘন্টা আগে মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বাকি তিন মহাকাশচারীকে নিয়ে রওনা দিয়েছিল এলন মাস্কের সংস্থা ‘স্পেসএক্স’ (SpaceX) নির্মিত ড্রাগন ক্যাপসুল। যা পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছানোর আগেই সম্পন্ন করে ডিঅরবিট বার্ন প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে মহাকাশযানের ইঞ্জিনগুলিতে সাফল্যের সঙ্গে অগ্নিসংযোগ সম্পন্ন হয়। এরপরই সফলভাবে ফ্লোরিডা উপকূলে অবতরণ করে ড্রাগন ক্যাপসুল।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/