নিউজ পোল ব্যুরো: চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়েই দক্ষিণবঙ্গে (South Bengal) যেন গ্রীষ্মের অগ্নিপরীক্ষা শুরু হয়ে গেছে (Today Forecast)। চড়চড় করে বাড়তে থাকা পারদ, তার সাথে অসহনীয় ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ (Heatwave) শুরু হয়ে গেছে, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এমন অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই সাময়িক স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা এখনই ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। এই অবস্থায় আরও বাড়তে পারত গরম, কিন্তু আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে চলেছে। আগামী কয়েকদিনে একধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা, যা গরমে হাঁসফাঁস করা মানুষের জন্য খানিকটা স্বস্তির খবর।
আরও পড়ুন:- Weather Update Today: তাপপ্রবাহের কবলে একাধিক জেলা!
তাপমাত্রা কমার পাশাপাশি দক্ষিণবঙ্গে (South Bengal) প্রবেশ করতে চলেছে ঝড়-বৃষ্টির (Thunderstorm) প্রভাব। জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত একাধিক জেলায় ঝড়-বৃষ্টি (Rain & Storm) হতে পারে। ইতিমধ্যেই কলকাতা (Kolkata), হাওড়া (Howrah) এবং পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)-সহ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে, যা গরমের দাপট সাময়িকভাবে কমিয়েছে।যদিও বৃষ্টির ফলে গরম কিছুটা কমবে, তবুও অস্বস্তিকর ভ্যাপসা গরম (Humidity) থেকে এখনই পুরোপুরি মুক্তি মিলছে না (Today Forecast)। বরং ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টির (Hailstorm) সম্ভাবনাও রয়েছে, যা চাষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে আলু (Potato) ও অন্যান্য সবজি চাষের (Vegetable Farming) ক্ষেত্রে বিপুল ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কিছু জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরে সারাদিন প্রবল রোদের তেজে (Heatwave Effect) মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের (Thunder Clouds) প্রভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে, যা সামান্য স্বস্তি এনে দিয়েছে। তবে রাত বাড়তেই আবারও বাড়ছে অস্বস্তি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
আবহাওয়াবিদদের মতে, সামনের কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে (Weather in Bengal) বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। যার ফলে ধীরে ধীরে গরমের তীব্রতা কিছুটা হলেও কমবে। তবে গরমের প্রকোপ পুরোপুরি শেষ হওয়ার জন্য এখনো অপেক্ষা করতে হবে। তাই সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে, এই সময় প্রচুর পরিমাণে জল পান করতে, খোলা রোদ এড়িয়ে চলতে এবং তীব্র গরমের সময় বাইরে বেরোলে সুরক্ষা নিতে। এই মুহূর্তে ঝড়-বৃষ্টির (Rainfall in Bengal) সম্ভাবনা থাকলেও, গ্রীষ্মের দাপট এখনও কমেনি (Today Forecast)। তাই সাময়িক স্বস্তির পরও গরমের হাত থেকে পুরোপুরি মুক্তি মিলতে আরও কিছুটা সময় লাগবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT