নিউজ পোল ব্যুরো: আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Trump) নির্দেশে স্থগিতাদেশ জারি করল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত। দ্বিতীয়বারের মত ক্ষমতায় এসেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে রূপান্তরকামীদের নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প। মঙ্গলবার সেই নির্দেশেই স্থগিতাদেশ দিয়েছেন ফেডেরাল বিচারক অ্যানা রেয়েস।
আরও পড়ুন: Bangladesh : ‘বন্ধু’ মোদির ওপর দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ নিয়ে এবার উদ্বিগ্ন ট্রাম্প
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনই একটি পদক্ষেপ ছিল, রূপান্তরকামীদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত। উল্লেখ্য, এর আগে রূপান্তরকামীদের জন্য সরকারি নথিতে আলাদা লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন পূর্বতন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden)। ট্রাম্প ক্ষমতায় ফিরে এসেই এইসমস্ত নীতি বদলে ফেলতে উদ্যোগী হয়েছিলেন। এরপর গত ২৭ জানুয়ারি সেনাবাহিনীতে রূপান্তরকামীদের যোগদান নিষিদ্ধ করেন ট্রাম্প।
এবার ট্রাম্পের সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করা হল ওয়াশিংটনের একটি নিম্ন আদালতের তরফে। বিচারক অ্যানা রেয়েস এ প্রসঙ্গে বলেন, “আদালতের এই রায়ে যে বিতর্ক তৈরি হবে তা আমি জানি। তবে একটি সুস্থ গণতন্ত্রে দ্বিমত অবশ্যই একটি ইতিবাচক বিষয়। আমাদের এই বিষয়ে একমত হওয়া উচিত যে যাঁরা দেশকে সেবা করার ব্রত বেছে নিয়েছেন তাঁদের সকলের কাছেই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। তাঁরা সকলেই কিন্তু শ্রদ্ধার পাত্র।”
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
আদালতের রায় নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অবশ্য সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে রাষ্ট্রপতির ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এ প্রসঙ্গে বলেন, “বিচারকরা নিজেদের সেনাবাহিনীর মাথা মনে করছেন। এই উন্মাদনার কি শেষ নেই কোনো?” উল্লেখ্য বিষয়, সমকামী এবং রূপান্তরকামীদের নিয়ে শুরু থেকেই অনমনীয় মনোভাব দেখিয়ে এসেছেন ট্রাম্প (Donald Trump)। এমনকি তাঁর নির্বাচনী প্রচারের প্রায় ৫০ শতাংশ জুড়েই ছিল সমকামী এবং রূপান্তরকামীদের বিরোধিতা করা।