নিউজ পোল ব্যুরো: টানা তিন দিন ভারতীয় শেয়ার বাজারের (Indian Share Market) উত্থান অব্যাহত রইল (Stock Market News)। আর্থিক সূচকের বৃদ্ধি, হেভিওয়েট শেয়ার এবং পতনশীল স্টকগুলির মূল্য বৃদ্ধি পাওয়ায় কারণে এই উন্নতি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
আরও পড়ুন: Bankiput Lighthouse: বাঁকিপুটের আলোকস্তম্ভ রক্ষা করতে মরিয়া স্থানীয়রা
আইটি সেক্টর এবং এফএমসিজি বাদে বাকি সমস্ত প্রধান সেক্টরাল সূচকগুলি সবুজ রঙের রেখা দিয়ে দিন শেষ করেছে (Stock Market News)। এদিন উল্লেখযোগ্যভাবে ধাতুর বাজারে আগ্রহ ছিল তুঙ্গে। কারণ নির্দিষ্ট কিছু ইস্পাত পণ্য আমদানি রোধ করার জন্য ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমিডিজ ১২ শতাংশ সেফগার্ড ডিউটি চাপিয়েছে। ২০০ দিনের জন্য লাগু করা হয়েছে এই শুল্ক। যার ইতিবাচক প্রভাব পড়েছে মেটাল স্টকগুলিতে।
এইচডিএফসি ব্যাংক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ কিছু হেভিওয়েট কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির ফলে ভারতীয় শেয়ার বাজারের (Stock Market News) বেঞ্চমার্ক – সেনসেক্স এবং নিফটি-৫০ বুধবারও সবুজ সূচকে শেষ করেছে। দিনশেষে নিফটি-৫০ ০.৩২% বৃদ্ধি পেয়েছে। যা বাজার বন্ধের সময় বিগত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ২২,৯০৭ পয়েন্টে শেষ করেছে। যেখানে সেনসেক্সও ০.২২% বৃদ্ধির সাথে লেনদেন শেষ করেছে। যা তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ৭৫,৪৬৮ পয়েন্টে শেষ হয়েছে বাজার বন্ধের সময়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
টানা দ্বিতীয় সেশনে বৃহত্তর বাজার বেঞ্চমার্ক সূচকগুলিকে ছাড়িয়ে গিয়েছে বুধবার। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ২.৬৩% বৃদ্ধি পেয়ে ৫০,৮১৭ পয়েন্টে বন্ধ হয়েছে। একইভাবে, নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ২.৪৩% বৃদ্ধি পেয়ে ১৫,৭৪৭ পয়েন্টে বাজার শেষ করেছে (Stock Market News)। দ্বিতীয় স্তরের সূচকগুলিতে দৃঢ় বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা এক সেশনে প্রায় ৫ লক্ষ কোটি টাকা পকেটে তুলেছেন। কারণ বিএসই -তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের সেশনের তুলনায় ৪০০ লক্ষ কোটি থেকে বেড়ে প্রায় ৪০৫ লক্ষ কোটিতে পৌঁছেছে।
পুরো মার্চ মাস জুড়েই নিফটি মেটাল সূচক বেড়েছে প্রায় ১০ শতাংশ। তাই মেটাল স্টক কেনা এখন লাভজনক হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিলের মতো স্টক শর্ট টার্মের জন্য কেনা যেতে পারে বলে জানিয়েছেন তাঁরা।
দিনের সেরা তিন স্টক:
শ্রীরাম ফাইন্যান্স (৩.৯১ শতাংশ)
এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (৩.৮৩ শতাংশ)
অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজেস (২.৯৩ শতাংশ)
দিনের শেষে পিছিয়ে থাকা তিন স্টক:
টেক মাহিন্দ্রা (২.৩২ শতাংশ কমেছে)
আইটিসি (১.৩৯ শতাংশ কমেছে)
টাটা কনসালটেন্সি সার্ভিসেস (১.৩৪ শতাংশ কমেছে)
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা হয়েছে। এগুলি নিউজ পোল বাংলার মতামতের প্রতিফলন নয়।)