নিউজ পোল ব্যুরো: মাত্র ১০ দিনের জন্য ধরিত্রীর বুক থেকে পাড়ি দিয়েছিলেন মহাশূন্যের উদ্দেশ্যে। তখন কে জানত ১০ দিনটা প্রায় ১০ মাস হয়ে যাবে? অবশেষে অবসান হল অপেক্ষার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২৮৬ দিনের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে নিরাপদেই ফিরলেন নাসার (NASA) দুই নভোচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)। বুধবার ভোর ৩টে ২৭ নাগাদ এলন মাস্কের মহাকাশযান তাঁদের নিয়ে ফ্লোরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরে অবতরণ করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ Trump and Putin : মঙ্গলবার ফোনে কথা বলবেন দুই রাষ্ট্রপ্রধান, বাড়ছে যুদ্ধবিরতির সম্ভাবনা
গত বছরের জুন মাসে মাত্র ১০ দিনের জন্য গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযোগী বুচ উইলমোর। যান্ত্রিক গোলযোগের কারণে তাঁদের ছাড়াই পৃথিবীতে ফিরে আসে মহাকাশযান। তবে কথাতেই তো আছে, শেষ ভাল যার, সব ভাল তার। ৯ মাসেরও বেশি সময় মহাকাশে বন্দি অবস্থায় কাটানোর পর শেষ পর্যন্ত নিরাপদেই ফিরলেন নাসার (NASA) দুই মহাকাশচারী। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন আরও দুই নভোচর নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ।

১৭ ঘন্টা আগে মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বাকি তিন মহাকাশচারীকে নিয়ে রওনা দিয়েছিল এলন মাস্কের সংস্থা ‘স্পেসএক্স’ (SpaceX) নির্মিত ড্রাগন ক্যাপসুল। যা পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছানোর আগেই সম্পন্ন করে ডিঅরবিট বার্ন প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে মহাকাশযানের ইঞ্জিনগুলিতে সাফল্যের সঙ্গে অগ্নিসংযোগ সম্পন্ন হয়। এরপরই সফলভাবে ফ্লোরিডা উপকূলে অবতরণ করে ড্রাগন ক্যাপসুল।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
মহাকাশচারীদের আনতে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর বোট। যারা মডিউলসহ সুনীতাদের জাহাজের কাছে নিয়ে আসে। ৪ মহাকাশচারীকে হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। ক্যাপসুলের দরজা খুলে প্রথমেই বেরিয়ে আসেন নিক হগ। এর ঠিক ৫ মিনিট পর হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা। তবে পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের কাছে যেতে পারবেন না মহাকাশচারীরা। আপাতত তাঁদের নিয়ে যাওয়া হয়েছে হিউস্টন জনসন স্পেস সেন্টারে। এখানে ক্রু সেন্টারে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা।