Mamata Banerjee: সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: পৃথিবীতে ফিরে এসেছেন মহাকাশযাত্রী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। এর পরেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধানসভায় দাঁড়িয়ে সুনীতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলেছেন। তিনি বলেন, “সুনীতা ভারতের মেয়ে, এবং তার অসাধারণ কীর্তি দেশের প্রতি তার অবদানকে চিরকাল স্মরণীয় করে রাখবে। তাই কেন্দ্রীয় সরকারকে আবেদন জানাচ্ছি, সুনীতাকে ভারতরত্ন দেওয়ার জন্য।” মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, মহাকাশ বিজ্ঞান বা স্পেস সায়েন্স (Space Science) নিয়ে তার নিজস্ব পড়াশোনাও রয়েছে।

আরও পড়ুন:Basirhat News: নার্সিং প্রশিক্ষণের নামে বিশাল প্রতারণা!”

মহাকাশে দীর্ঘ সময় কাটানোর পর সুনীতা উইলিয়ামস এবং তার সহকর্মী নভোচর বুচ উইলমোর (Buc Wilmore) পৃথিবীতে ফিরে আসায় বিশ্বের বিভিন্ন প্রান্তে উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সুনীতা, যিনি ভারতীয় বংশোদ্ভূত, তার এই মহান কীর্তিতে বাংলার মুখ্যমন্ত্রীও (Mamata Banerjee) উচ্ছ্বসিত। মমতা আরও জানান, এই বিশাল মহাকাশ অভিযানটি একদম সহজ ছিল না, এবং নভোচারীদের শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে।

এদিন বিধানসভায় সুনীতাকে অভিনন্দন জানিয়ে মমতা বলেন, “এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। মহাকাশে সুনীতা এবং তার সহকর্মীরা শারীরিক কষ্ট সহ্য করে দীর্ঘ সময় ধরে মহাকাশ স্টেশনে ছিলেন। এই কঠিন সময়ে, তাদের উদ্ধারকারী দলের (Rescue Team) ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি কল্পনা চাওলার (Kalpana Chawla) স্মৃতিচারণা করে বলেন, “কল্পনাও একবার মহাকাশে গিয়েছিলেন, কিন্তু ফিরতে পারেননি। তার মহাকাশযানে সমস্যা হয়েছিল, এবং সেটির কারণে তাকে পৃথিবীতে ফেরার সুযোগ পায়নি।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

মমতা আরও জানান, “প্রতি দিন আমি তাদের খবর নিতাম, কী অবস্থায় আছেন তারা। এই একযোগিতার মাধ্যমে বিশ্বজুড়ে মহাকাশ অভিযান সফল হয়েছে।” সুনীতার এই অভূতপূর্ব কীর্তিতে, তিনি ‘ভারতকন্যা’ হিসেবে তার কাজের স্বীকৃতি দিতে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT