Water Crisis : তীব্র জল সংকট, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন তৃষ্ণার্ত মানুষ একটু পানীয় জলের আশায় তাকিয়ে তখন ঝাড়গ্রামের বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি (Dahijuri) গ্রামে পানীয় জলের (Water Crisis) সংকট চরমে পৌঁছেছে। দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও, সরকারি জল প্রকল্প (Water Supply Project) এখানকার বাসিন্দাদের সমস্যার সমাধান করতে পারেনি।

আরও পড়ুনঃ Indian Railways: ভারতীয় রেলের আধুনিকীকরণ, তথ্য দিলেন রেলমন্ত্রী

প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবারের বসবাস এই প্রত্যন্ত গ্রামে, যা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। যদিও বছর তিনেক আগে সরকারি উদ্যোগে পাইপলাইন (Pipeline) ও টেপকল (Tap Connection) বসানোর কাজ শেষ হয়, কিন্তু আজও সেই পাইপ দিয়ে এক ফোঁটাও জল আসে না। এই ভয়াবহ পরিস্থিতির কারণে গ্রামবাসীরা নাজেহাল হয়ে পড়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, এই তিন বছর ধরে বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো সত্ত্বেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং টেপকল বসানোর পর তা ব্যবহারের অভাবে অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে, এবং জলের আশায় থাকা মানুষের হতাশা বেড়েই চলেছে।

এই চরম পরিস্থিতির মধ্যে কিছু বাড়িতে নলকূপ (Tube Well) থাকায় সেখান থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন অনেকে। স্থানীয় ক্লাবের (Local Club) একটি পাম্প থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এছাড়া, গ্রামের মহিলারা ও শিশুরা দীর্ঘ পথ পেরিয়ে অন্য গ্রাম থেকে জল আনতে বাধ্য হচ্ছেন, যা দৈনন্দিন জীবনে এক বড় সমস্যা (Water Crisis) হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে গরমের প্রাথমিক পর্যায়, আর এর মধ্যেই জল সংকট ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, যত তাপমাত্রা বাড়বে, ততই এই সমস্যা আরও তীব্র হবে। প্রতিদিন সকাল থেকে মানুষ ভিড় জমাচ্ছেন যেসব স্থানে এখনও কিছুটা জল পাওয়া যায়, কিন্তু সেই পরিমাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম।

এই জটিল পরিস্থিতিকে কেন্দ্র করে শাসক দল ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি (BJP) নেতৃত্বের দাবি, সরকার ও স্থানীয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে জল সরবরাহ প্রকল্পের (Water Supply Scheme) কাজ বন্ধ রেখেছে এবং এর পেছনে রয়েছে তহবিল তছরুপের (Fund Misappropriation) অভিযোগ। তাদের মতে, প্রকল্পের জন্য বরাদ্দ টাকা ঠিকমত ব্যবহার না করাতেই আজ গ্রামবাসীদের ভুগতে হচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এতদিন ধরে সমস্যার (Water Crisis) সমাধান না হওয়ায় গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভ জমে উঠেছে। স্থানীয় নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে, কারণ তারা ভোটের সময় আশ্বাস দিলেও, পরে এই সমস্যার প্রতি উদাসীন থেকেছেন বলে অভিযোগ। গ্রামবাসীদের একটাই দাবি— “আমাদের বাঁচতে জল চাই!” প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এখন দেখার বিষয়, সরকার ও স্থানীয় প্রশাসন কবে এই সমস্যার সমাধান করতে সক্ষম হয়।