Bonus: সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা, কারা পাবেন এই সুবিধা?

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নবান্নের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ( Bonus) ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত কর্মচারীর মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরাই এই বোনাস পাওয়ার অধিকারী হবেন। ২০২৪-২৫ অর্থবর্ষে এই বোনাস দেওয়া হবে এবং এই সুবিধা পেনশনভোগীরাও পাবেন।

আরও পড়ুন: Asansol District Hospital: স্বাস্থ্য খাতে বিপ্লব,আসানসোল হাসপাতালেই প্রথম স্তন পুনর্গঠন

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরা এককালীন ৬,৮০০ টাকা বোনাস (Bonus) পাবেন। তবে এই পরিমাণের মধ্যে কোনও হাউস রেন্ট (House Rent), মেডিকেল ভাতা (Medical Allowance) বা অন্যান্য ভর্তুকি (Subsidy) অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ, শুধুমাত্র বেতনের ভিত্তিতেই এই বোনাস নির্ধারিত হয়েছে।

১. স্থায়ী (Permanent Employees) ও অস্থায়ী কর্মচারীরা, যদি তাঁরা ২০২৪-২৫ অর্থবর্ষে কমপক্ষে ছ’মাস পূর্ণকালীন কাজ করে থাকেন।

২. যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা অন্তত ১২০ দিন কাজ করেছেন, তাঁরাও এই বোনাস পাবেন।

3. পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন।

যাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের আগে অবসর নিয়েছেন, তাঁরা বোনাস পাবেন। পাশাপাশি, যাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নেবেন, তাঁরাও এই বোনাসের আওতায় থাকবেন। তবে, পেনশনভোগীদের ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য যেমন —

• যাঁদের মাসিক পেনশন ৩৮ হাজার টাকার মধ্যে, তাঁরা ৩,৫০০ টাকা করে পাবেন।

• কোনও পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর পরিবার (Family Pensioner)এই বোনাস পাওয়ার অধিকারী হবে।

•রাজনৈতিক বা বিশেষ পেনশনভোগীরা (Special Pensioners) এই সুবিধার বাইরে থাকবেন।

যেসব কর্মীদের বেতন ৪৪ হাজার টাকা অতিক্রম করে ৫২ হাজার টাকার মধ্যে থাকবে, তাঁরা ২০ হাজার টাকা পর্যন্ত উৎসব ঋণ (Festival Advance Loan) নিতে পারবেন। এই ঋণের জন্য কোনও সুদ (Interest) দিতে হবে না।

কারা এই ঋণ পাবেন না?

• যাঁরা ২০২৫ সালের ১ নভেম্বরের আগে অবসর নেবেন, তাঁরা এই ঋণ পাবেন না।

• ২০২৫ সালের ৩১ মার্চ থেকে ১ অক্টোবরের মধ্যে যাঁরা চাকরিতে যোগ দেবেন, তাঁরা এই ঋণ নিতে পারবেন।

বিষয়টি নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, এই বোনাস মূলত কিছু জুনিয়র গ্রুপ ডি (Group D) কর্মচারী ও চুক্তিভিত্তিক কর্মীরা পাবেন। অধিকাংশ শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য সরকারি কর্মচারী এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। তবে শাসকদল সমর্থিত কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, ৫০ হাজার টাকার কম বেতনভোগী কর্মীরা এই বোনাস পাবেন। পাশাপাশি, যাঁরা এই সুবিধা পাবেন না বলে অভিযোগ করছেন, তাঁদের জন্য বিনা সুদে সরকারের থেকে অগ্রিম অর্থ নেওয়ার সুযোগ রয়েছে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

রাজ্য সরকারের এই ঘোষণা অনেক কর্মচারীর জন্য উৎসবের মরসুমে স্বস্তি বয়ে আনলেও, অনেকেই মনে করছেন বেশিরভাগ গ্রুপ এ (Group A) ও গ্রুপ বি (Group B) আধিকারিকরা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। তবে সরকারি কর্মচারী ইউনিয়নের একাংশের মতে, সরকারের এই সিদ্ধান্ত প্রান্তিক কর্মচারীদের জন্য ইতিবাচক।