Murder: ভয়ংকর, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে ড্রামে ভরলেন স্ত্রী

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: ভয়ংকর ঘটনা। বুধবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে (Meerut) একজন মার্চেন্ট নেভি অফিসারকে খুন (Murder) করল তাঁরই স্ত্রী। অভিযুক্ত স্ত্রী তাঁর প্রেমিকের সাহায্যে নেভি অফিসারকে খুন করে। শুধু তাই নয় খুন করার পর স্বামীর ছিন্নভিন্ন দেহ সিমেন্ট ভর্তি প্লাস্টিকের ড্রামের ভেতরে সিল করে রেখে দেয় বলেও অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, সৌরভ রাজপুত নামে নিহত ব্যক্তি লন্ডন থেকে সম্প্রতি মিরাটে ফিরে এসেছিলেন। সেখানেই তাঁর পোস্টিং ছিল। মার্চেন্ট নেভি অফিসার যিনি ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন মুসকান রাস্তোগিকে। গত তিন বছর ধরে মুসকান রাস্তোগি এবং তাদের পাঁচ বছরের মেয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশের মতে, সৌরভকে শেষ দেখা গিয়েছিল ৪ মার্চ, যেদিন তাঁকে খুনের অভিযোগ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়, মুসকান এবং তার প্রেমিক, যার নাম সাহিল, ৪ মার্চ সৌরভকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার কথা স্বীকার করেছে। এরপর তারা তার দেহ টুকরো টুকরো করে, দেহাবশেষ একটি প্লাস্টিকের ড্রামে রেখে অপরাধ গোপন করার জন্য সিমেন্ট দিয়ে ভরে দেয়। এমই চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানিয়েছে। এমনকি স্বামীকে খুন করার পর, মুসকান সাহিলের সঙ্গে একটি পাহাড়ি এলাকায় ছুটি কাটাতে গিয়েছিল বলেও পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃ Indian Railways: ভারতীয় রেলের আধুনিকীকরণ, তথ্য দিলেন রেলমন্ত্রী

মুসকানের মা পুলিশের কাছে গিয়ে জানালে খুনের (Murder) ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি জানান তাঁর মেয়ে অপরাধ স্বীকার করেছে। পুলিশ মুসকান এবং সাহিল উভয়কেই গ্রেফতার করেছে। দুই অভিযুক্তকে পুলিশকে সেই বাড়িতে নিয়ে যায় যেখানে তারা মৃতদেহ লুকিয়ে রেখেছিল। দুই ঘন্টা চেষ্টা করার পরেও, পুলিশ শক্ত সিমেন্টের কারণে ড্রামটি খুলতে পারেনি। পরে সেই ড্রামকে মর্গে পাঠাতে হয়েছিল, যেখানে অবশেষে মৃতদেহ উদ্ধারের জন্য ড্রামটি কেটে ফেলা হয়েছিল। স্থানীয়রা লক্ষ্য করেছিলেন যে মুসকান বাড়িটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং প্রতিবেশীদের জানিয়েছিলেন যে তিনি তার স্বামীর সঙ্গে হিমাচল প্রদেশে বেড়াতে যাচ্ছেন। এই সময়কালে, সন্দেহ এড়াতে তিনি সৌরভের ফোন থেকে তার পরিবারকে বিভ্রান্তিকর বার্তা পাঠিয়েছিলেন বলেও অভিযোগ। মিরাটের এসপি সিটি আয়ুশ বিক্রম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইন্দিরা নগরে একটি সন্দেহভাজন খুনের খবর আমরা পেয়েছি। তদন্তের সময় জানা যায় যে মার্চেন্ট নেভিতে কর্মরত সৌরভ রাজপুত ৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। সন্দেহের বশে আমরা তার স্ত্রী মুসকান এবং তার প্রেমিক সাহিলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাই। দুজনেই সৌরভকে ছুরি দিয়ে হত্যা করে সিমেন্ট ভর্তি ড্রামে দেহ ফেলে দেওয়ার কথা স্বীকার করে”। । পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/