Barasat Court: খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) শেষ মুহূর্তে ঘটে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ডের (Murder Case) বিচারপর্বের রায় ঘোষণা করল বারাসাত আদালত (Barasat Court)। হাবরার (Habra) তৃণমূল কর্মী বিপ্লব সরকার (Biplab Sarkar) খুনের ঘটনায় আদালত সাতজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড (Life Imprisonment) দিয়েছে। একইসঙ্গে, মামলায় জামিনে থাকা ও বর্তমানে পলাতক এক অভিযুক্ত সুজিত দাসের (Sujit Das) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হয়েছে।

আরও পড়ুন:- Garia Incident: গড়িয়ায় দম্পতির রহস্যজনক মৃত্যু!

২০১৮ সালের ১৪ মে, পঞ্চায়েত ভোটের (Panchayat Polls) শেষ লগ্নে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবরা ১ নম্বর ব্লকের (Habra Block 1) বেরগুম ২ (Bergum 2) পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন বিপ্লব সরকার। তিনি তখন স্থানীয় জামতলা এলাকায় (Jamtala) অবস্থিত তৃণমূল কংগ্রেস (TMC) পার্টি অফিসে (Party Office) উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়েই একদল দুষ্কৃতী পার্টি অফিসে ঢুকে গুলি চালিয়ে (Gunshot Murder) তাঁকে হত্যা করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের পর হাবরা থানার (Habra Police Station) পুলিশ তদন্ত শুরু করে এবং মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) জমা দেয়। তবে অভিযুক্তদের মধ্যে ৯ জনকে গ্রেফতার (Arrest) করা হয়। পরবর্তীতে মামলাটি বারাসাত আদালতে (Barasat Court) গড়ায় এবং বিচারপর্ব চলতে থাকে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

দীর্ঘ শুনানির পর বারাসাত আদালত (Barasat Court) আজ বৃহস্পতিবার, ৭ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে, অভিযুক্তদের মধ্যে সুজিত দাস জামিনে (Bail) মুক্ত ছিলেন এবং নিয়মিত আদালতে হাজিরাও দিতেন। কিন্তু, রায় ঘোষণার আগেই তিনি গা ঢাকা দেন। ফলে, আদালত তাকে পলাতক (Absconding Accused) ঘোষণা করে এবং তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে। পুলিশ সূত্রে খবর, সুজিত দাসকে গ্রেফতারের জন্য (Police Arrest) সক্রিয় অভিযান চালানো হচ্ছে। তাকে ধরা পড়ার পর তার বিরুদ্ধে আলাদাভাবে বিচারকার্য চালানো হবে এবং আদালত তখন তার সাজা ঘোষণা করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT