Jhargram: ভবঘুরে মহিলার দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভবঘুরে মহিলার দেহ উদ্ধার। ঝাড়গ্রামের (Jhargram) বিনপুর থানার অন্তর্গত দিগল পাহাড়ির জঙ্গল (forest) থেকে উদ্ধার এক মহিলার দেহ। বৃহস্পতিবার সকালে এক ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। যদিও মহিলা অপরিচিত নয় বলেই খবর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে স্থানীয় এক ভবঘুরে মহিলার দেহ। বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় বিনপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ভবঘুরে মহিলা বিনপুর থানা এলাকায় থাকা বিভিন্ন খাবারের দোকান থেকে খাবার খেয়ে জীবনযাপন করতেন। গত ৩-৪ দিন ধরে ওই ভবঘুরে মহিলাকে আর দেখতে পাওয়া যায়নি বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা জঙ্গলে কাঠপাতা সংগ্ৰহ করতে গিয়ে দেখতে পান ওই ভবঘুরে মহিলার মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে। বিনপুর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি শুরু করেছে তদন্ত। কি কারনে এই মৃত্যু তা খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে। দেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

আরও পড়ুনঃ Chhattisgarh: ছত্তিশগড়ে এনকাউন্টার, শহিদ পুলিশকর্মী, নিহত ২২ মাওবাদী

তবে কলকাতা সহ রাজ্য জুড়ে একাধিক জায়গা থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নানা চর্চা শুরু হয়েছে। দেহ উদ্ধারের পর একাধিক জায়গায় থেকে মিলেছে ধর্ষণের প্রমাণ। অভিযুক্তদেরও শনাক্ত করা হয়েছে। তবে শুধু ধর্ষণই নয় সেই সঙ্গেই প্রমাণ লোপাটের জন্য খুনের ঘটনা সামনে এসেছে। কলকাতা সহ জেলা থেকে প্রতিদিন এই ধরনের খবর সামনে আসছে। সেই আবহে ভবঘুরে মহিলার দেহ উদ্ধার ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলেই কি কারণে ঝাড়গ্রামের (Jhargram) মহিলার মৃত্যু তা স্পষ্ট হয়ে যাবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/