Chhattisgarh: ছত্তিশগড়ে এনকাউন্টার, শহিদ পুলিশকর্মী, নিহত ২২ মাওবাদী

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী দমনের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অভিযানই অব্যহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদীদের সঙ্গে পৃথক সংঘর্ষে একজন পুলিশকর্মী নিহত হয়েছেন ও ২২ নকশালকে (Naxals) নিকেশ করা হয়েছে। মাওবাদী বিরোধী অভিযান অব্যহত রয়েছে।

পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ছত্তিশগড়ে দুটি পৃথক সংঘর্ষে সুরক্ষাবাহিনী ২২ জন নকশালকে হত্যা করেছে। বিজাপুর এবং কাঙ্কের জেলায় এই অভিযান চালানো হয়। সেই অভিযানের সময়ে ছত্তিশগড় জেলা রিজার্ভ গার্ড (DRG) এর একজন জওয়ান শহিদ হন। গঙ্গালুরের বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তের ঘন জঙ্গলে ১৪ নকশাল এবং একজন পুলিশ জওয়ান নিহত হন। সকাল ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই হয় বলেই খবর। মাওবাদী ও পুলিশের এই গুলির লড়াই কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। বিজাপুর পুলিশ নিশ্চিত করেছে যে, সংঘর্ষস্থল থেকে এখনও পর্যন্ত ১৮ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: লন্ডন সফরে যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর

পুলিশ কর্তারা জানিয়েছেন, ছত্তিশগড়ে (Chhattisgarh), “বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তের জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত ১৮ জন নকশালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। একজন ডিআরজি জওয়ান শহীদ হয়েছেন। তল্লাশি ও চিরুনি অভিযান এখনও চলছে।” পুলিশ জানিয়েছে, নকশাল বিরোধী অভিযানটি ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল পরিচালনা করেছে। নকশালদের উপস্থিতি সনাক্ত করতে এবং অতিরিক্ত অস্ত্র উদ্ধারের জন্য অনুসন্ধান দলগুলি এলাকায় তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে কাঙ্কের জেলায় একটি পৃথক অভিযানে, ছোটবেঠিয়ার কোরোস্কোডো গ্রামের কাছে গুলি বিনিময়ে চার মাওবাদী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী চিরুনি তল্লাশি চালানোর সময়েই মাওবাদীদের আক্রমণের মুখে পড়ে এবং পুলিশ পাল্টা জবাব দেয়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/