নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার (Thursday) আপনার দিন কেমন যাবে? আর্থিক দিকের অবস্থা কী হবে? স্বাস্থ্য (Health) কেমন থাকবে? দেখে নিন রাশিফল (Daily Horoscope)।
তুলা রাশি: আজকের দিনে (Daily Horoscope) আর্থিক সমস্যার (Financial problems) সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের (Colleague) সঙ্গে কথা বলার সময় চিন্তা-ভাবনা করে কথা বলুন। কোনও বিষয়ে উত্তেজনা থাকলে তা অনেকটা শান্ত হতে পারে। অনেকদিন পর পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে, যা আপনার মন ভাল রাখবে। পড়াশোনায় মনোযোগী থাকুন, অমনোযোগী হওয়া উচিত নয়।
আরও পড়ুন:Daily Horoscope: আজকের রাশিফলে খুঁজে পান আপনার সঠিক পথ!
বৃশ্চিক রাশি: পরিশ্রমের (Hard work) ফল আজ আপনি পেতে পারেন (Daily Horoscope)। বাড়ির কিছু সংস্কারের পরিকল্পনা (plan) করতে পারেন। কাজের বিষয়ে কাউকে পরামর্শ নেওয়া হলে, সেই পরামর্শ বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ (Important)। পরিবারের মধ্যে কিছু সমস্যা থাকলে, সেগুলি সমাধান করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকুন। নতুন কাজের প্রস্তাবও আসতে পারে।
ধনু রাশি: আজ আপনার মনোবল (Morale) বৃদ্ধি পেতে পারে। নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে। একের পর এক সুসংবাদ পেতে পারেন। বিরোধীদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু শুরু করার জন্য প্রস্তুত থাকুন। কাজের প্রতি মনোযোগী হোন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
মকর রাশি: ব্যাংকিং সেক্টরে (Banking sector) কর্মরতদের জন্য পদোন্নতির সুযোগ আসতে পারে। শত্রুদের থেকে সাবধান থাকা উচিত। মনোবল (Morale) বৃদ্ধি পাবে। পুরনো বিবাদগুলো অনেকটা সমাধান হতে পারে। আইনি সমস্যার (Legal issues) সমাধানও ঘটতে পারে। সন্তানকে নতুন কোনও কোর্সে ভর্তি করার সুযোগ আসতে পারে।
কুম্ভ রাশি: আজ আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন হতে পারে। প্রয়োজনীয় কাজগুলো শেষ হবে। নতুন বাড়ি বা দোকান কেনার পরিকল্পনা (Plan) হতে পারে। হারানো টাকা ফেরত পেতে পারেন এবং আয়ের উৎসও বৃদ্ধি পাবে। ঘর-বাড়ি আনন্দে পূর্ণ থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি থাকবে, পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT