Space Station: স্পেস স্টেশন তৈরি হচ্ছে কলকাতায়! জানতে হলে বিস্তারিত পড়ুন

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: এবার একটি ভিন্ন আঙ্গিকে সাজানো হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) দুর্গাপুজো। যেখানে মহাশূন্যের (Outer Space) অভিজ্ঞতা (Experience) যেন স্পর্শ করা যাবে। লেবুতলা পার্কের (Lebutala Park) পুজো মণ্ডপে এবার আসবে একটি আসল স্পেস স্টেশন (Space Station)। গত বছরের জুনে মহাশূন্যে (Space)কাটানো সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) রুদ্ধশ্বাস সফরের কথা মনে পড়ে, যখন তিনি এবং তাঁর সহকর্মীরা নভোযান (Spacecraft) থেকে পৃথিবীতে ফিরে আসেন। এবার সেই ঐতিহাসিক মুহূর্তগুলোকেই দুর্গাপুজোর মণ্ডপে চিত্রিত করতে চলেছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন:Sunita Williams: পৃথিবীতে ফিরে কেমন‌ আছেন সুনীতা?

শুনতে হয়তো কল্পনা মনে হতে পারে, কিন্তু ৬ মাস পরেই কলকাতার এক অভূতপূর্ব দৃশ্যাবলী চোখে পড়বে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা পরিকল্পনা করছেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনের (Space Station) আদলে তৈরি হবে ‘লেবুতলা স্পেস স্টেশন’। এর মাধ্যমে মানুষ অনুভব করতে পারবেন মহাশূন্যের শীতলতা, আকাশে ভাসমান প্যারাসুট (Parachute)এবং পৃথিবী থেকে বহু দূরের অদ্ভুত পরিবেশ। এমনকি, যদি ভাগ্য সহায় হয়, সম্ভবত উঠেও যেতে পারেন ইলন মাস্কের (Elon Musk) ড্রাগন মহাকাশযানে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

উদ্যোক্তারা জানাচ্ছেন, এবার দুর্গাপুজোকে আরও এক নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করবেন। সন্তোষ মিত্র স্কোয়ারের সর্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোক্তা সজল ঘোষ বলেছেন, “এবারের থিমটা স্পেস স্টেশন (Space Station) নিয়ে, এবং এটি একেবারে প্রাথমিক আলোচনা। হতে পারে, হয়তো এটাই চূড়ান্ত হবে। আমরা এই চিন্তাভাবনা শুরু করেছি।”

নভোশ্চরদের মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার গল্প সবাই জানে, কিন্তু এবার কলকাতা শহরের বুকে সেটি উদযাপন হতে চলেছে এক অভিনব উপায়ে। এই বছরের পুজোর থিমে সুনীতা উইলিয়ামসের মহাকাশ যাত্রার স্মৃতিচারণ করা হবে, যেখানে ভারতের প্রতি তাঁর বিশেষ টান এবং আগামীদিনে ভারতীয় নভোশ্চরদের মহাশূন্য অভিযানে যাওয়ার কথা উঠে আসবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT