Sunita Williams : সুনীতাদের সুস্থ করে তোলা কঠিন হবে, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: মহাকাশে দীর্ঘ ৯ মাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীর বুকে ফিরে এসেছেন নাসার (NASA) দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)। বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ নাগাদ তাঁদের নিয়ে এলন মাস্কের সংস্থা SpaceX এর মহাকাশযান ফ্লোরিডার সমুদ্র অবতরণ করে। এরপর তাঁদের জাহাজে করে স্থলভূমিতে নিয়ে আসা হয়। তবে পৃথিবীতে ফিরলেও স্বাভাবিক জীবনযাত্রায় এখনই ফিরতে পারবেন না দুই মহাকাশচারী। দীর্ঘদিন মহাকাশে কাটানোর ফলে পৃথিবীতে ফিরে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগতে হতে পারে তাঁদের।

আরও পড়ুন: Sunita Williams: পৃথিবীতে ফিরে কেমন‌ আছেন সুনীতা?

মহাকাশে মাধ্যাকর্ষণের কোনও টান নেই। সেই পরিবেশে নাসার দুই নভোচারী কাটিয়েছেন ২৮৬ দিন। এর জেরে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা (Sunita Williams) এবং বুচ উইলমোরকে এখন নতুন করে মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিতে হবে। দুজনের মাথা একটু বড় হয়েছে, পাশাপাশি পা সরু হয়ে গিয়েছে। এছাড়া মনে করা হচ্ছে, দুই মহাকাশচারীর কয়েকটি হাড়ও বোধহয় নরম হয়ে গিয়েছে খানিক। এছাড়া বিশেষজ্ঞরা এও বলছেন যে, এতদিন মহাকাশে বন্দিদশা কাটানোয় দুই মহাকাশচারী মানসিক অবসাদেও ভুগতে পারেন।

সব মিলিয়ে নাসা কোনও ঝুঁকি নিতে রাজি নয়। ফলতঃ পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের সঙ্গে মিলিত হতে পারছেন না দুই মহাকাশচারী। তাঁদের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে রেখে বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ৪৫ দিন ধরে চলবে এই পরীক্ষা। সুনীতাদের শারীরিক আপডেট দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump)।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বুধবার সাংবাদিক বৈঠকে রাষ্ট্রপতি ট্রাম্প সরাসরি জানিয়ে দেন, মাধ্যাকর্ষণের সঙ্গে সুনীতাদের (Sunita Williams) নতুন করে মানিয়ে ওঠা খুব একটা সহজ হবে না। বলেন, “যখন কেউ মহাকাশে থাকেন, তার পেশির ওপর মাধ্যাকর্ষণের কোন টান থাকে না। ফলে ১,০০০ পাউন্ডের বস্তুও সহজেই তিনি তুলে নিতে পারেন। তাই সুনীতাদের সেরে ওঠা খুব একটা সহজ হবে না। বরং বেশ কঠিন। তবে ওঁদের দ্রুত সুস্থ হয়ে ওঠা অত্যন্ত জরুরী। সুস্থ হলে ওঁদের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে।”