IIT: আইআইটিতে শুরু বিশেষ গবেষণা কেন্দ্র

দেশ প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: মহাকাশ গবেষণায় ভারত একের পর এক সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে। সেই লক্ষ্যকে আরও দৃঢ় করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) মাদ্রাজে শুরু হল নতুন গবেষণা কেন্দ্র, যেখানে বিশেষভাবে থার্মাল সায়েন্স (Thermal Science) ও ফ্লুইড ডায়নামিক্স (Fluid Dynamics) সংক্রান্ত গবেষণা চালানো হবে। এই গবেষণা কেন্দ্রে ইসরো (ISRO) প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে, যা ভারতের মহাকাশ গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ Newtown : ৬ তলা থেকে ঝাঁপ দেওয়া আইটি কর্মীর মৃত্যু, চলছিল মানসিক রোগের চিকিৎসা

আইআইটি মাদ্রাজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে চালু হওয়া ‘শ্রী এস. রামকৃষ্ণান সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স রিসার্চ’ নামক গবেষণা কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ (V. Narayanan)। তিনি বলেন, ভারতের মহাকাশ গবেষণায় থার্মাল ও কুলিং টেকনোলজি (Cooling Technology) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহাকাশযান (Spacecraft) ও লঞ্চ ভেহিকলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা একটি জটিল কাজ, যা এই গবেষণা কেন্দ্রে অধ্যয়ন ও বিশ্লেষণ করা হবে। ভি নারায়ণ আরও উল্লেখ করেন, এক সময় যে ক্রায়োজেনিক ইঞ্জিন প্রযুক্তিকে অগ্রাহ্য করা হয়েছিল, আজ তা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভারতীয় মহাকাশ গবেষণা বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে। পিএসএলভি (PSLV) এবং জিএসএলভি এমকে ৩ (GSLV MK-3) এর মতো সফল প্রকল্পে এই প্রযুক্তির অবদান অপরিসীম।

IIT

এই গবেষণা কেন্দ্রের নামকরণ করা হয়েছে বিশিষ্ট বিজ্ঞানী এস. রামকৃষ্ণানের (S. Ramakrishnan) নামে, যিনি নিজে আইআইটি মাদ্রাজের প্রাক্তনী ছিলেন এবং পরবর্তীতে ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করেছেন। তিনি শুধু একজন দক্ষ বিজ্ঞানী ছিলেন না, বরং একজন অসাধারণ ম্যানেজার হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। ইসরোর চেয়ারম্যানের মতে, এস. রামকৃষ্ণানের অবদান পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আইআইটি (IIT) মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটি (V. Kamakoti) জানিয়েছেন, ভবিষ্যতে মহাকাশ গবেষণার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে, স্পেসক্রাফ্ট অ্যান্ড লঞ্চ ভেহিক্যাল থার্মাল ম্যানেজমেন্ট, কুলিং সিস্টেমস (Cooling Systems) এবং নিউমেরিক্যাল স্টাডিজ নিয়ে গভীর গবেষণার প্রয়োজন রয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই নতুন গবেষণা কেন্দ্র থেকে থার্মাল ও কুলিং টেকনোলজি নিয়ে গবেষণার পাশাপাশি, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে শুধু গবেষণার ক্ষেত্রেই নয়, নতুন প্রজন্মের বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই গবেষণা কেন্দ্রকে সফল করে তুলতে ইসরো ও কেন্দ্রীয় সরকার সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যবহার ও গবেষণার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। গবেষকদের আশা, এই কেন্দ্র মহাকাশ গবেষণায় ভারতের সামগ্রিক উন্নতির গতি আরও ত্বরান্বিত করবে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন প্রযুক্তির বিকাশ ঘটবে।