নিউজ পোল ব্যুরো: মৃত্যু ঘটল নিউটাউনের (Newtown) বহুজাতিক সংস্থায় কর্মরত তথ্য প্রযুক্তির কর্মীর। বুধবার দুপুরে অফিসের ৬ তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন তিনি। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্রের খবর, সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: Budge Budge: বেআইনি পুকুর ভরাট, পুনরুদ্ধারে প্রশাসন
মৃত আইটি কর্মীর নাম দ্বৈপায়ন ভট্টাচার্য। বয়স ৪০ এর ঘরে। জানা গিয়েছে, নিউটাউনের একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। বুধবার দুপুরে নিউটাউন (Newtown) অ্যাকশন এরিয়া ১ এলাকার ইউনিটেক ভবনের ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি। কিন্তু পুরো বিষয়টিই ধোঁয়াশার মধ্যে রয়েছে। ঠিক কী কারণে উক্ত তথ্য প্রযুক্তি কর্মী নিজের জীবন নিয়ে এহেন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, অন্যান্য দিনের মত বুধবার সকালেও নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিয়েছিলেন তিনি। দুপুর নাগাদ হঠাৎই তিনি ব্যালকনিতে চলে যান। তারপর সকলকে হতচকিত করে দিয়ে আচমকাই ঝাঁপ দেন নিচে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে উক্ত তথ্য প্রযুক্তি কর্মী যখন আত্মহত্যা করেন, ঠিক সেই সময় তাঁর স্ত্রী বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন বলে জানা গিয়েছে। তিনিও নিউটাউনের (Newtown) আইটি সেক্টরে কর্মরতা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
আরও জানা গিয়েছে যে মৃত আইটি কর্মী দ্বৈপায়ন ভট্টাচার্য মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। তবে সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন কি না তা এখনও স্পষ্ট নয়। আজকের ‘কর্পোরেট সংস্কৃতি’র যুগে কাজের অত্যধিক চাপও এই ঘটনার নেপথ্য কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে দেহ পাঠিয়েছে পুলিশ।