নিউজ পোল ব্যুরো: ঝাড়গ্রাম শহরে টোটো চালকদের (Toto drivers) দাদাগিরির অভিযোগ আবারও সামনে এল। বাসের (Bus) রাস্তার সাইড দেওয়া নিয়ে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত বড়সড় অশান্তিতে (Jhargram Transport Chaos) রূপ নেয়। অভিযোগ, টোটো চালকরা একটি বেসরকারি বাসের কর্মচারীদের (Bus employees) বেধরক মারধর করে এবং বাস ভাঙচুর (Vandalism) করে। ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়ে (Panch Matha More) একটি বেসরকারি বাস যাত্রী নামানোর জন্য দাঁড়িয়েছিল। ওই সময় রাস্তায় কিছুটা যানজট (Traffic jam) তৈরি হয়। অভিযোগ, ওই সময় এক টোটো চালকের সঙ্গে বাসের কর্মচারীদের বচসা (Argument) শুরু হয়। ক্রমেই সেই বচসা উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতিতে (Physical altercation) গড়ায়।
আরও পড়ুন:- Fire Accident: বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত কাঠ মিল
প্রত্যক্ষদর্শীদের (Eyewitnesses) মতে, বচসার পর টোটো চালকরা বাসটিকে ফলো করে বাস স্ট্যান্ড (Bus stand) পর্যন্ত চলে আসে। এরপর কয়েকজন মিলে বাসের কর্মচারীদের ওপর চড়াও হয় ও তাদের মারধর (Assault) করে। এখানেই শেষ নয়, উত্তেজিত টোটো চালকরা বাসটিতে ভাঙচুরও চালায়। বাস চালকের অভিযোগ, ‘‘টোটো চালকরা রাস্তার নিয়ম (Traffic rules) একেবারেই মানে না। নিজেদের ইচ্ছামতো যত্রতত্র টোটো দাঁড় করিয়ে রাখে, যার ফলে অন্য যানবাহনের চলাচল (Vehicle movement) প্রায় অসম্ভব হয়ে পড়ে।’’ স্থানীয় বাসিন্দাদের (Local residents) মতে, ঝাড়গ্রামে টোটো চালকদের লাগামছাড়া দাদাগিরি নতুন কিছু নয়। ‘‘টোটো ওয়ালারা এমনভাবে রাস্তা দখল (Jhargram Transport Chaos) করে চলে যে বাস বা অন্য কোনো গাড়ির চলাচলই (Public transport movement) করতে পারে না। আমরা বহুবার প্রশাসনের (Administration) কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি,’’ জানালেন এক বাসিন্দা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
ঘটনার খবর পেয়ে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তের পর একজন টোটো চালককে আটক করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চলছে। ঝাড়গ্রামে বেসরকারি বাস পরিষেবা (Private bus service) দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে পড়েছে টোটোর দাপটে। যাত্রীসংখ্যা কমে যাওয়ার পাশাপাশি বাস চালকদের প্রতিনিয়ত টোটো চালকদের সঙ্গে সংঘাতে (Jhargram Transport Chaos) জড়াতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রশাসন যদি কঠোর ট্রাফিক নিয়ম (Strict traffic regulations) প্রয়োগ না করে, তবে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতেই থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT